India & World UpdatesBreaking News

আদালত অবমাননায় মমতার সরকারকে নোটিশ, রাজীবকে শিলঙে জেরা করবে সিবিআই
CBI versus Mamata, Rajiv to be interrogated by CBI at Shillong

৫ ফেব্রুয়ারিঃ রাজীব কুমারকে সিবিআইর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে । তবে আপাতত গ্রেফতার করা যাবে না। সিবিআই বনাম কলকাতা পুলিশ মামলার শুনানিতে আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কোথায় জেরা হবে, এ নিয়ে অবশ্য স্পষ্ট জানায়নি শীর্ষ আদালত। সিবিআই চেয়েছিল তাঁকে দিল্লি ডেকে আনতে। রাজ্য সরকার আপত্তি করে কলকাতায় তাঁদের যেতে বলে। কিন্তু সিবিআই-র আবার কলকাতায় যেতে আপত্তি। তৃতীয় স্থান হিসেবে রাজীব কুমারকে শিলং-এ জেরা করা হতে পারে।

অন্য দিকে সিবিআই-এর দায়ের করা আদালত অবমাননার মামলায় কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্য সচিব মলয় দে এবং রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের জবাব দিতে হবে বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে যে ফেব্রুয়ারি তাদের সশরীরে হাজিরা দিতে হবে, আগাম জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার আদালতে ভিযোগ করেন, ‘‘ইচ্ছাকৃত ভাবে সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হয়েছে। নইলে এত তাড়া কেন?’’

মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে সুপ্রিম  কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে ‘গণতন্ত্রের জয়’ বলে মন্তব্য করেছেন তিনি। অন্য দিকে শীর্ষ আদালতের রায়ের পর  বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের মন্তব্য, ‘‘সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছে, সিবিআই ডাকলে জেরায় আসতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সেটা কলকাতায় হবে না। হবে শিলংয়ে। প্রশ্নটা হল, দু’বছরেরও বেশি সময় ধরে উনি সিবিআইয়ের জেরা এড়িয়ে চলছিলেন কেন? সিবিআই অনেক দিন ধরেই চাইছিল, উনি জেরায় আসুন। সুপ্রিম কোর্ট সেই নির্দেশই দিয়েছে।’’

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে মঙ্গলবার এই  মামলার শুনানি হয়। সোমবার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। শীর্ষ আদালতে সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছিলেন, সিবিআই বনাম পশ্চিমবঙ্গ সরকারের দ্বৈরথে সংবিধান ভেঙে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজীবকে ‘সম্ভাব্য অভিযুক্ত’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও তোলে সিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker