Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের পূজা এসওপি ঘিরে বিভ্রান্তি, সমালোচনার ঝড়Caught in the web of multiple SOPs, Puja Committees confused in Cachar
সুস্মিতা বিস্মিত, দিলীপ পাল বললেন, গুয়াহাটিতে কথা বলছি
১৫ অক্টোবরঃ মঙ্গলবার পূজা নির্দেশিকা (এসওপি) জারি করেছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। খোদ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে তা প্রকাশ করেন। এর আগেই এক এসওপি প্রকাশ করেছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। মূর্তির উচ্চতা ৫ ফুটে বেঁধে দেওয়ায় তখন তাকে সমালোচনার মুখে পড়তে হয়। তার পরেই জেলা প্রশাসনের ফেসবুক পেজে ঘোষণা করা হয়, রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকাই সারা রাজ্যে প্রযোজ্য। এর দ্বারা জেলাশাসকের জারি নির্দেশিকা প্রত্যাহারেরই ইঙ্গিত মিলে। স্বস্তিতে ছিলেন পুজো আয়োজকরা।
কিন্তু বুধবার রাতে তাঁদের বিভ্রান্তি আরও বেড়ে গিয়েছে। স্বাস্থ্য বিভাগের রাজ্য এসওপি-র পর জেলাশাসক কীর্তি জল্লি আরও এক এসওপি জারি করলেন। সেখানে বলা হয়েছে, অস্থায়ী মণ্ডপে পুজো চলবে না। স্থায়ী মণ্ডপ যাদের রয়েছে, তারাই শুধু পুজো করতে পারবেন। বিপাকে পড়েন সমস্ত পুজো কমিটি। কারণ জেলায় খুব কম বারোয়ারি পূজা কমিটিরই মণ্ডপ রয়েছে। সবাই অস্থায়ী মণ্ডপ নির্মাণ করেই পুজো করেন।
নির্দেশিকা মেনে, বলতে গেলে, তাদের পুজো করা হয় না এ বার। আবার ঠিক সাতদিন আগে পুজোর সিদ্ধান্ত থেকে সরে আসাও সম্ভব নয়। কারণ এরই মধ্যে সবাই মূর্তির অর্ডার দিয়ে দিয়েছেন। পুরোহিত, ঢাকি, টেন্ট হাউস সবার সঙ্গেই পাকা কথা হয়ে গিয়েছে। কোভিড যন্ত্রণার মধ্যেই চাঁদা সংগ্রহ চলছে। অনেকের কাছ থেকে পুজোর চাঁদা সংগ্রহ করা হয়ে গিয়েছে। পুজো না করলে চাঁদা ফিরিয়ে দেওয়ারই কথা। কিন্তু এখন পূজা না করলেও প্রতিমা-ঢাকি-পুরোহিত-টেন্ট হাউসকে টাকা মিটিয়ে দিতে হবে।
এই অবস্থায় শিলচরের পুজো কমিটিগুলি জানিয়ে দিয়েছে, পুজো তাঁরা অস্থায়ী মণ্ডপেই করবেন। দুর্গাপুজো করার জন্য যদি জেলে যেতে হয়, যেতে প্রস্তুত রয়েছেন। জেলাশাসকের কাছে আগেই স্মারকপত্র দেওয়া হয়েছিল, পুজোকমিটিগুলির সঙ্গে জেলাশাসক কথাও বলেছিলেন, এর পরও এমন নির্দেশিকা জারির দরুন তাঁরা আর জেলাশাসকের কাছে যেতে রাজি নন। তাই অনেকে কথা বলেছেন শিলচরের বিজেপি বিধায়ক দিলীপকুমার পালের সঙ্গে। তাঁরা দিলীপবাবুকে জানিয়ে দেন, স্থায়ী মণ্ডপ নেই বলে পুজোর সিদ্ধান্ত থেকে সরে আসা এখন সম্ভব নয়।
দিলীপবাবু অবশ্য আগে থেকেই এই ধরনের নির্দেশিকার বিরোধী। জেলাশাসককে তিনি মঞ্চে রেখেই আগের এসওপি নিয়ে তাঁর অসন্তোষ জানিয়ে দিয়েছিলেন। তাই এখন তিনিও এ নিয়ে আর জেলাশাসকের সঙ্গে কথা বলতে চাইছেন না। দিলীপবাবু জানান, তিনি বিষয়টি নিয়ে গুয়াহাটিতে কথা বলছেন। স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব সমীরকুমার সিনহার নজরেও নেবেন।
Also Read: DC Cachar issues new SOP for Durga Puja in Cachar; temporary pandals not allowed
শুধু বিজেপি নেতা দিলীপকুমার পালই নন, কীর্তি জল্লির নির্দেশিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবও। তিনি বিস্মিত, এই সময়ে নতুন কতগুলি নির্দেশিকা জারি হল! তাঁর কথায়, নির্দেশিকায় যে সব কথা বলা হয়েছে, করোনা সতর্কতার প্রেক্ষিতে তা একেবারেই যুক্তিহীন।