NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

সোনু সুদের বিমানে মুম্বাই থেকে শিলচরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা
Migrant workers return to Silchar in flight arranged by Sonu Sood

৯ জুন: তেলুগু কি হিন্দি সিনেমা, তিনি থাকেন ভিলেনের ভূমিকায়৷ বরাক বিপন্ন মানুষগুলোর তিনি নায়ক৷ পর্দাতেও এত দয়া দেখান কি না নায়করা, প্রশ্ন উঠতে পারে৷ বাস্তবের নায়ক সোনু সুদ দেখালেন, মানুষ চাইলে নিজেকে কতটা বিলিয়ে দিতে পারেন৷ তাঁর হাত ধরেই মঙ্গলবার শিলচরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা৷ তাঁদের অনেকেই মুম্বাইয়ে বিভিন্ন কারখানায় কাজ করছিলেন৷ একাংশ কাজ করতেন বেসরকারি নিরাপত্তা রক্ষী হিসাবে৷

Air Asia Flight from Mumbai lands at Silchar. Video Credit: Anirban Biswas

লকডাউনে তাদের সবার চাকরি যায়৷ ফুটপাতে রাত কাটছিল তাদের৷ খাচ্ছিলেন আধপেট৷ খবর পেয়ে সোনু সুদ দুই দফায় তাদের এনে এক কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করেন৷ তিনিই তাদের বাড়ি পাঠানোর উদ্যোগ নেন৷ কিন্তু এত দূরে বাসে ফেরা সম্ভব নয়৷ ধস পড়ে রেললাইনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে৷ কিন্তু সোনু যে অঙ্গীকারবদ্ধ৷ কথা বললেন এয়ার এশিয়া কর্তৃপক্ষের সঙ্গে৷ তারা বিমান ভাড়ায় রাজি হয়৷ শেষে এয়ার এশিয়ার বিমানেই তাঁরা শিলচরে ফিরলেন৷

Video credit: Mumbai Tak

এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ৷ এখানে এয়ার এশিয়ার বিমান চলাচল নেই বলে শিলচরে কী করে বিমান অবতরণ করবে, প্রশ্ন ওঠে৷ শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসেন৷ এয়ার ইন্ডিয়ার কর্মীদের সাহায্য নিয়ে বিমান অবতরণের ব্যবস্থা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker