Barak Updates
হাইলাকান্দিতে বিধায়কের বিরুদ্ধে পাটোয়ারির মামলা
Case filed at Hailakandi against MLA by Patowary

২৬ অক্টোবরঃ হাইলাকান্দি আসনের এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে মামলা করলেন ভূমি বন্দোবস্ত দফতরের এক পাটোয়ারি। লালায় কর্মরত পাটোয়ারি ফয়েজ উদ্দিন লস্করের অভিযোগ, বিধায়ক তাঁকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ করেছেন। এজাহারের সঙ্গে তিনি ওই ফোন-কলের রেকর্ডিংও জমা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত হবে। গালিগালাজের জন্য বিধায়কের বিরুদ্ধে সারা অসম মণ্ডল-কানুনগো সন্মিলনীর হাইলাকান্দি শাখা ক্ষোভ জানিয়েছে। তারা মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বিধায়ক আনোয়ার হোসেন লস্করের বক্তব্য, ‘পাটোয়ারিকে বেশ কিছুদিন ডাকা হলেও আসেননি। তাই ফোন করে ধমক দিয়েছি।’
English