Barak UpdatesAnalytics

তিনমাসের মধ্যে শিলচর বিমানবন্দরে কার্গো পরিষেবা
Cargo services to start operation at Silchar Airport within next 3 months

১১ আগস্টঃ আগামী তিন মাসের মধ্যে শিলচর থেকে ফল-সবজি আকাশপথে দিল্লি-মুম্বাই পৌঁছাবে। এখানকার বিমানবন্দরে সে জন্য একটি কার্গো নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত মাত্রার হিমঘর তৈরি করা হয়েছে। এখন শুধু ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি-র ছাড়পত্রের প্রয়োজন। এ সংক্রান্ত কাজকর্মও অনেকটা এগিয়ে গিয়েছে বলেই জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার রিজিয়নাল এগজিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব জিন্দাল।

দু-দিন আগে শিলচর এসেছিলেন তিনি। তীব্র কর্মব্যস্ততার ফাঁকে একবার কথা বলেন ওয়েটুবরাকের সঙ্গে। শোনান, রফতানিকারীরা এক-দুটো চালান ঠিকমত নিয়ে পৌঁছাতে পারলে নিয়মিত পণ্যবাহী বিমান ওঠানামা করবে শিলচরে। এখন দুটো এয়ারলাইনসের বড় কার্গো ফ্লাইট রয়েছে। স্পাইস জেট ও ইন্ডিগো। স্পাইস জেটের চলাচল রয়েছেই শিলচরে। ইন্ডিগোও আসছে।

তিনি অবশ্য দিল্লি-মুম্বইর বাজারের বাইরের কথাও ভেবে রেখেছেন। বলেন, বরাক উপত্যকার আনারস, লাউ-কুমড়া, পাহাড়ি এলাকার আদা, মিজোরামের স্কোয়াশ ইত্যাদি আরব, ইউরোপের দেশগুলিতে পৌঁছনো গেলে কৃষকদের বিরাট লাভ হবে। কিন্তু সড়ক, রেল বা জলপথে দূর-দূরান্তে সে সব নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নতুন বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো তৈরির কথা রয়েছে। তাঁর কথায়, নতুন বিমানবন্দর নির্মিত হয়ে গেলে শুধু শাক-সবজি-ফল নিতে দেশি-বিদেশি আরও বহু বিমান ওঠানামা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker