NE UpdatesHappeningsBreaking News
মুম্বাইয়ে আটকে পড়া ক্যান্সার রোগীরা বাসে ফিরছেন গুয়াহাটিCancer patients stuck in Mumbai are returning to Guwahati by bus
১০ মে : লকডাউনের ফলে মুম্বাইয়ে আটকে পড়া ক্যান্সার রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের বাসে করে রাজ্যে ফিরিয়ে আনা হবে। মোট ৬টি বাস তাঁদের নিয়ে সোমবার রাতে গুয়াহাটি পৌছবে। মুম্বাই আসাম ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দেবাশিস শর্মা এই রোগী ও তাঁদের অ্যাটেন্ড্যান্টদের সঙ্গে করে নিয়ে আসছেন। তিনি জানান, বাসে করে আসছেন মোট ১৩২ জন রোগী ও তাঁদের অ্যাটেন্ড্যান্ট। তাঁরা সবাই ঠিকঠাক ও সুস্থ রয়েছেন।
তবে সমস্যা হল, কিছু সময় চলার পর বাস একটু সময়ের জন্য থামাতে হচ্ছে। এতে আসায় কিছুটা দেরি হচ্ছে। তবে এ নিয়ে চিন্তা করার কিছু নেই। উল্লেখ্য, দেশজুড়ে লকডাউন চলার জন্য রাজ্য সরকার ক্যান্সার সহ তিন ধরনের রোগীকে এককালীন আর্থিক সহায়তা তুলে দিয়েছে।