Barak UpdatesHappeningsBreaking News
করোনায় মৃত শিলচরের ব্যবসায়ী নারায়ণ মিত্রCachar registers another death owing to COVID-19
১৬ জুলাইঃ শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নারায়ণ মিত্র করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন। সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট। স্থানীয় এক চিকিতসকের পরামর্শে বুধবার নিয়ে যাওয়া হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজে। ততক্ষণে শ্বাসকষ্টের তীব্রতা এতটা বেড়ে যায় যে, কিছুতেই লালারসের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। দ্রুত তাঁকে কোভিড স্ক্রিনিং ওয়ার্ডে ভর্তি করা হয়। দেওয়া হয় অক্সিজেন। তাতেও কুলোচ্ছিল না। পরে রাতে ভেন্টিলেশনে রাখা হয়। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই তাঁর লালারস সংগ্রহ করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। ফলে কোভিড রুল মেনেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণবাবুর মৃত্যুর কথা স্টেট কোভিড ডেথ অডিট কমিটির কাছে পাঠানো হয়েছে। এখন কমিটির পরামর্শেরই অপেক্ষায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং জেলা স্বাস্থ্য দফতর।
নারায়ণবাবু সিপিএমের কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলাল মিত্রের দাদা। দুলালবাবু জানিয়েছেন, তাঁরা সবাই এখন হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাই বাড়িতে কোয়রান্টিন হবেন। পরে সকলে লালারস দেবেন, পরীক্ষা করাবেন। তাঁর কথায়, এ ব্যাপারে কোভিড রোল মেনে প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহয়োগিতা করবেন তাঁরা।
অত্যন্ত সজ্জন নারায়ণবাবু ছিলেন সাবান ফ্যাক্টরির কর্ণধার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর৷ রেখে গিয়েছেন স্ত্রী অনিন্দিতা মিত্র, দুই পুত্র সত্যজিৎ ও অভিজিৎ, পুত্রবধূ সহ অসংখ্য আত্মীয়-পরিজনদের৷
নারায়ণ মিত্র একে শিলচর জানিগঞ্জের ব্যবসায়ী, অন্যদিকে সিপিএম সম্পাদক দুলাল মিত্রের দাদা৷ তাঁর মৃত্যুতে শহরের মানুষ শোকস্তব্ধ৷ আবার কোভিডে মৃত্যু হওয়ায় শহরে উদ্বেগও ছড়িয়ে পড়েছে৷
মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দিলীপকুমার পাল দুলালবাবুকে ফোন করে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন৷
নারায়ণবাবুর মৃত্যু কাছাড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার দ্বিতীয় ঘটনা৷ এর আগে করোনায় সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন নরসিংপুরের শান্তিবালা নাথ৷ তাঁর সংক্রমণের রিপোর্টও মৃত্যুর পরে পজিটিভ আসে৷