Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে আরও ৪৪ জন কোভিডে আক্রান্তCachar registers 44 new COVID-19 +ve cases on Monday
১৩ জুলাইঃ কাছাড় জেলায় সোমবার করোনা আক্রান্তদের চারটি তালিকা প্রকাশ পেয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৪। তাঁদের মধ্যে একজন চিকিতসক, বেশ কয়েকজন সেনা, বিএসএফ, সিআরপি জওয়ান এবং সোনাইর একজন পুলিশকর্মীও রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্তও এ দিন করোনায় আক্রান্ত হন৷ আক্রান্ত এক অন্তঃসত্ত্বা মহিলাও ৷ নতুন করে যারা পজিটিভ হয়েছেন, তাদের জেলার বিভিন্ন কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রোগী পাঠানো হয়েছে পালংঘাট মডেল হাসপাতালেও৷
রোগীর সংখ্যা নিত্য বেড়ে চলায় জেলা স্বাস্থ্য বিভাগ আরও কয়েকটি হাসপাতালে কোভিড আক্রান্তদের রাখার ব্যবস্থা করছে৷ এ কথা জানিয়ে সুমনবাবু বলেন, কয়েকটি অস্থায়ী হাসপাতাল তৈরিরও পরিকল্পনা রয়েছে তাদের৷
সোমবারের আক্রান্তরা হলেনঃ ১. জিরিঘাটের অমিত নমশূদ্র (২৩) ২. সোনাই সোয়াখপুঞ্জির আলিশা খাতুন (২০) ৩. নাতানপুরের তারিমুল হক বড়ভুইয়া (২৭) ৪. পালংঘাটের মনজুর হোসেন (৩০) ৫. বাঁশকান্দি চতুর্থ খণ্ডের মোয়াজ্জম হোসেন লস্কর (২৭) ৬. শিলচর মেডিক্যাল কলেজের ডা. শতাব্দী দাস (২৯) ৭. সিআরপিএফ দয়াপুর ক্যাম্পের বিনোদকুমার ঝা ( ৪৯) ৮. মাসিমপুর ১৬০ এমএইচ-এর এসআর চাউরা (৪৬) ৯. মাসিমপুরের সিদ্ধাইয়া (৩৭) ১০. মাসিমপুর ১৬০ এমএইচ-এর কৃষ্ণ হামাল (৩৯) ১১. সোনাই থানার সত্যমণি সিংহ (৫৯) ১২. কাছাড়ের সেবুল হক লস্কর (৩৫) ১৩. ইটখলা টাটা প্রজেক্টস লিমিটেডের শেখ জিয়াউল (২০) ১৪. ইটখলা টাটা প্রজেক্টস লিমিটেডের শেখ রবিউল (২৮) ১৫. ইটখলা টাটা প্রজেক্টস লিমিটেডের নিতাই সরকার (৪৩) ১৬. ইটখলা টাটা প্রজেক্টস লিমিটেডের সুরজ শেখ (৩৩) ১৭. ইটখলা টাটা প্রজেক্টস লিমিটেডের শেখ আফতাউল (৪৯) ১৮. ইটখলা টাটা প্রজেক্টস লিমিটেডের শেখ পচু (৪৫) ১৯. ধলছড়া বিএসএফ ক্যাম্পের নরেন্দ্র কুমার (২৬) ২০. ধলছড়া বিএসএফ ক্যাম্পের কমলেশ্বর রায় (৩৭) ২১. সোনাইর আমির সোহেল (২৮) ২২. মতিনগরের অলক দাস (২৬) ২৩. দিদারখুশ তৃতীয় খণ্ডের তাজউদ্দিন (৪১) ২৪.আমড়াঘাটের আবু বক্কর (২২) ২৫. কালীবাড়িচরের অভিজিত কীর্তনিয়া (১৯) ২৬. সোনাই ধনিপুরের হোসেন আহমদ (২০) ২৭. বড়খলা রাজনগরের মুকুল হোসেন লস্কর (২৩) ২৮. বড়খলা রাজনগরের মনোয়ার হোসেন মজুমদার (২৩) ২৯. উধারবন্দের শাহরুখ আহমেদ লস্কর (১৮)৷
চতুর্থ তালিকা প্রকাশ হলেও স্বাস্থ্য বিভাগের তরফে তা সাংবাদিকদের দেওয়া হয়নি৷
July 13: In Cachar district, 4 lists of COVID-19 positive patients were declared on Monday. 44 positive cases were reported in all combining these 4 lists. As the number of positive cases are on the rise, the district health department is making arrangement for admitting the patients in some more new hospitals. Earlier, during the week, patients were admitted at Palonghat Model Hospital apart from Silchar Medical College & Hospital (SMCH) and SM Dev Civil Hospital, Silchar. This was informed by Suman Choudhury, District Media Expert during routine press briefing on Monday.
The details of the 44 positive patients detected from Cachar district on Monday are provided here.
Amit Namasudra (23) from Jirighat Cachar tested tested positive. He travelled to Silchar from Mumbai. his swab was collected on 8 July and the positive report came on 13 July. He was put under quarantine at Sarada Lodge. Alisha Khatoon (20) from Suakhpunjee, Sonai travelled by air from Delhi and was put under home quarantine. Her swab sample was collected at the Airport on 9 July. She tested positive on Monday. Tarimul Hoque Barbhuiyan (27) from Kalain Natanpur in Cachar was also positive. He came by flight from Bangalore on 9 July and was in home quarantine. On 12 July, his reports came as positive.
Another 2 air passengers who came from Bangalore & Hyderabad respectively on 9 July were put under quarantine at Assam University. They also tested positive. These 2 persons were identified as Monjur Hussain (30) from Palanghat and Majjam Hussain Laskar (27) from Baskandi-IV. Dr. Shatabdi Das (29) from SMCH Silchar also tested positive. She was detected positive vide Assam Targeted Surveillance Program (ATSP). Binod Kumar Jha (49) from CRPF Dayapur also tested COVID-19 positive. He travelled by air from Bihar. All seven of these patients are asymptomatic. These 7 persons were reported positive in the 1st lot on Monday.
On Monday, as per the 2nd list, 13 persons tested positive. Out of these 13 persons, 5 are from army. They are SR Chawra (46) from 160, MH, Masimpur, Siddiah (37) from Quarantine facility at Masimpur and Krishna Hamal (39) also from 160, MH, Masimpur. All three of them came in contact with high risk lab confirmed case. They all are asymptomatic. Narendra Kumar (26) and Kamaleshwar Roy (36) are from Dholcherra BSF, who are in the category of Influenza Like Illness (ILI). They do not have any travel history. Both of them are symptomatic.
Satya Moni Singh (59) from Sonai was detected positive through Assam Targeted Surveillance Program (ATSP). Another person detected through ATSP on Monday is Sebul haque Laskar (35) from Cachar. Both of them were in home quarantine. They are asymptomatic.
Six employees of TATA Projects Ltd. at Itkhola in Silchar who came from West Bengal also tested positive. they were quarantined at MCD College, Sonai. They are Seikh Jiaul (20), Seikh Rabiul (28), Nitai Sarkar (43), Suraj Seikh (33), Seikh Aftaul (24) and Seikh Pachu (45).
The 3rd slot declared on Monday contained details of 9 more positive cases. They are Amir Suhel Laskar (28) from Sonai. He travelled from Bangalore by air. Alok Das (26) from Motinagar has a travel history from Kolkata. He came to Silchar by flight. Both these persons were quarantined at NIT Silchar after they came by air on 9 July. Taj Uddin (41) from Didarkhush-III and Abu Bakkar (22) from Amraghat came from Bengaluru on 9 July and were quarantined at NATRIP. They tested positive on 13 July.
Abhijit Kirtonia (19) from Kalibari Char area of Silchar tested positive after he came in direct contact with high risk lab confirmed case. He was in home quarantine. Hussain Ahmed (20) from Dhonipur, Sonai, Mukul Hussain Laskar (23) from Rajnagar in Borkhola and Manowar Hussain Mazumdar (23) also from Rajnagar in Borkhola also tested positive. These 3 came from Bengaluru on 9 July and were quaratined at Tripura Lodge in Cachar. The last person who tested positive in the 3rd list is Shahrukh Ahmed Laskar (18) from Udharbond, who also travelled from Bengaluru. He was quarantined at Don Bosco School, Silchar.
The three lists contained details of 29 persons who tested positive on Monday. However, 15 more persons also tested positive during the day, but their details were not furnished to the journalists by the health department.