Barak UpdatesBreaking News
আপত্তিকর পোস্ট দেখলে জানাতে বলল কাছাড় পুলিশCachar Police urges to inform them in case of objectionable post in social media
১৮ ফেব্রুয়ারিঃ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দেখলেই জানাতে বলেছে কাছাড় পুলিশ। তাদের কথায়, আপত্তিকর বক্তব্য, পোস্ট, ছবি বা মন্তব্য সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এই ধরনের পোস্ট থেকে গণপিটুনির মত ঘটনাও ঘটে। তাই এমন কিছু নজরে পড়লেই যেন তাদের জানানো হয়।
লিখিত এজাহার বা টেলিফোনে জানানোর কথা তো রয়েছেই, সোমবার কাছাড় পুলিশ জানিয়েছে, তাদের সাইবার সেলে মেইলও করা যেতে পারে।
February 18:If any kind of objectionable post is made in the social media, than it should immediately be brought into the notice of Cachar Police. In a Facebook post, Cachar Police informed that “If anyone come across any objectionable speech, post ,video ,comment and any other thing as such on social media platforms which may disturb communal harmony and tranquillity in the district and also incident of mob lynching, personnel character assassination, anti-national post, please do report the same to us by sharing screenshots and send url to us (inbox) for taking necessary legal action.”
Cachar Police in the said Facebook post also urged: “We request all to refrain from uploading such objectionable post/ comment.” Any such objectionable post can also be brought to the notice of Cachar Police my emailing them in this address: cybercellcachar@gmail.com