Barak UpdatesHappeningsBreaking News
কমলাক্ষকে সইতে নারাজ, শিলচরে যুব কর্মীদের বিক্ষোভ, পুড়ল কুশপুতুল
ওয়েটুবরাক, ৪ এপ্রিলঃ রাজ্যসভা নির্বাচনের পর কংগ্রেসের কাজিয়া মাত্রা ছাড়াচ্ছে। প্রদেশ স্তরে কাদা ছিটানো কদিন ধরেই চলছে। আজ সোমবার তা শিলচরে সংক্রমিত হয়।
প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য এ দিন শিলচরে আসেন। মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলার সূচি রয়েছে তাঁর। এ দিন মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ প্রদর্শন ঠিকঠাক হলেও বিবাদ বাঁধে এর পরেই। প্রদেশ সাধারণ সম্পাদকের কাছে উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কার্যবাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন একদল কংগ্রেস কর্মী।
কমলাক্ষ শনিবার মন্তব্য করেছিলেন, রিপুণ বরা রাজ্যসভা নির্বাচন জেতার জন্য এআইইউডিএফকে ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়েছেন। রিপুণ বরা কোনও অর্থের লেনদেনের কথা অস্বীকার করেন। বহু কংগ্রেস নেতা এই মন্তব্যের জন্য কমলাক্ষের সমালোচনা করেন। শিলচরের যুব কর্মীদের অভিযোগ, কমলাক্ষ কংগ্রেসকে ধবংস করতেই একের পর এক উল্টোপাল্টা করে চলেছেন। শিলচরে যুব কংগ্রেস সভাপতি করার জন্য এমন একজনের নাম সুপারিশ করেছেন, যিনি এই পদের যোগ্য নন৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়ে ওঠেন তাঁরা। একসময় কমলাক্ষের সমর্থক এবং বিদ্রোহীদের মধ্যে বিতর্ক দেখা দেয়। ছড়ায় উত্তেজনা। কমলাক্ষ দে পুরকায়স্থের কুশপুতুলও দাহ করেন একদল বিদ্রোহী। কমলাক্ষপন্থীরা আবার কমলাক্ষের ছবিতে দুধ ঢেলে ‘অভিষেক’ ঘোষণা করেন৷
রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, এ আসলে সিদ্দেক আহমেদ ও কমলাক্ষ দে পুরকায়স্থের সমর্থকদের মধ্যে জমি দখলের লড়াই৷ সিদ্দেক আহমেদ দল থেকে সাময়িক বরখাস্ত তাঁর এখানকার সমর্থকরা জমি হারানোর আশঙ্কায় ভুগছেন৷
পরে অপূর্ব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, দলীয় নেতাদের কারও কুশপুতুল পোড়ানোর ঘটনা মেনে নেওয়া যায় না। এটা নিন্দনীয়। তবে ক্ষোভ-বিক্ষোভকে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান না। বলেন, এটাই দলীয় গণতন্ত্র। বিশেষ করে, দলের দুঃসময়েও যুব কর্মীরা যে দলকে নিয়ে চিন্তিত, তা নিশ্চিতভাবে শুভলক্ষণ।
এ দিকে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান বিধায়ক ভরতচন্দ্র নরহ দলের কর্মকর্তাদের সবাইকে উল্টোপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন৷ বিশেষ করে, রাজ্যসভা নির্বাচনের ক্রস ভোটিংয়ে ওপর সবাই যাতে প্রকাশ্যে কোনও মন্তব্য না করেন, সে ব্যাপারে সতর্ক করে দেন৷