Barak UpdatesHappenings

গণসংক্রমণের প্রথম ধাপে কাছাড়, ডা. অরিনাকে দুষল প্রশাসন
Cachar in the 1st stage of community transmission, administration blames Dr.Arina Raha

৩ জুলাইঃ কাছাড়ে গণসংক্রমণ কি শুরু হয়ে গিয়েছে? প্রশ্নটা ঘুরছিল কিছুদিন আগে থেকেই। শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ স্বীকার করে নিল, কাছাড় এখন গণসংক্রমণের প্রথম ধাপে রয়েছে। ডা. অরিনা রাহার সূ্ত্রে যেভাবে তাঁর গাড়িচালক, বৃদ্ধ মা এবং আরও চারজনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে, এর পর আর গণসংক্রমণ ঠেকানো গিয়েছে বলা যায় না। সঙ্গে রয়েছে সুপ্রীতি পালের তিন ছেলে সংক্রমিত হওয়ার ঘটনাও।

তবে কি পূর্ণ লকডাউনের পথেই কাছাড় জেলা? স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, অন্তত এখনই এমন আশঙ্কা নেই। গুয়াহাটিতে আগে বেশ কিছু এলাকায় পূর্ণ লকডাউন দেওয়া হয়েছিল৷ পরে পুরো মহানগরে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। এখানে একই ফর্মুলা নেওয়া হতে পারে বলেই তাঁর অনুমান।

সুমনবাবু আকারে-ইঙ্গিতে বর্তমান পরিস্থিতির জন্য ডা. অরিনা রাহাকে দোষারোপ করেন। বলেন, তাঁর বোন দিল্লি থেকে আসার পর প্রথম রিপোর্ট নেগেটিভ দেখেই তাঁর সঙ্গে মেলামেশা শুরু করে দেন। তাঁর সংস্পর্শে আসা-দের তথ্য পেতেও সমস্যা হচ্ছে৷ এতে অনেকের লালারস সংগ্রহ করতে অনেকটা সময় লাগছে।  করিমগঞ্জ-হাইলাকান্দি সহ বিভিন্ন জায়গায় তাঁর রোগী রয়েছেন।

তবে কি ডা. অরিনার বোনই ভাইরাসের বাহক?  এই প্রশ্নে অবশ্য সুমনবাবু বলেন, ‘এটা স্পষ্ট বলা যায় না। কারণ তাঁর রিপোর্ট নেগেটিভ। তবে অনেক সময় শুরুতেই করোনা ধরা পড়ে না৷ পরে সংক্রমণের প্রমাণ মেলে৷’ কিন্তু ডা. রাহার রোগীদের মধ্যে যারা কিছুদিনের মধ্যে তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে খুঁজে বের করে লালারস সংগ্রহ করা না গেলে কোনদিকে কি অঘটন ঘটবে, সেটাই উদ্বেগে রেখেছে স্বাস্থ্যবিভাগকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker