Barak UpdatesBreaking News

ভূপেন হাজরিকাকে ভারতরত্নঃ কাছাড়েও সন্তোষ
Cachar District Administration pays tribute to Bhupen Hazarika on being conferred Bharat Ratna

৯ আগস্ট : সুধাকণ্ঠ ভূপেন হাজরিকাকে মরণোত্তর ভারতরত্নে ভূষিত করায় অন্যান্য জেলার সঙ্গে কাছাড়েও সন্তোষ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে শুক্রবার শিলচরে জেলাশাসকের কার্যালয় চত্বরে  জেলার বিভিন্ন বরিষ্ঠ নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী,ছাত্রছাত্রীরা হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন l

Rananuj

কাছাড়ের জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে জেলাশাসক লায়া মাদ্দুরী বলেন, সুধাকণ্ঠ হাজরিকার জীবনাদর্শ, সংগীত,নাটক ইত্যাদিকে অবলম্বন করে বিভিন্ন ক্ষেত্রে আগামী প্রজন্মের উন্নয়ন লাভ করা সম্ভব l তিনি এই মহান ব্যক্তির জীবন সম্পর্কে অবহিত হয়ে তাকে অনুসরণ করে সুপ্রতিষ্ঠিত হতে ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান l

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা , সাময়িক প্রসঙ্গ-এর কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, হারান দে, মৃদুল মজুমদার সহ বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে ড. ভূপেন হাজরিকা কে ভারতরত্ন সম্মানে ভূষিত করার জন্য সন্তোষ ব্যক্ত করেন l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker