Barak UpdatesHappeningsBusiness
Need cash? Now 6 vehicles of SBI with POS machines to go around in Silchar
টাকা তুলবেন? পস মেশিন নিয়ে শিলচরে ঘুরবে স্টেট ব্যাঙ্কের ছয়টি গাড়ি

৭ এপ্রিলঃ নিজেদের গ্রাহকদের জন্য অভিনব উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্কের শিলচর আঞ্চলিক কার্যালয়। প্রবীণ নাগরিক, পেনশনার ও আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণির মানুষ যাতে লকডাউনে নগদ টাকার সমস্যায় না ভুগেন, সে জন্য বিজনেস করেসপন্ডেন্টদের মাধ্যমে পাড়ায় পাড়ায় টাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে। শিলচর এলাকায় ছয়টি গাড়ি পস মেশিন নিয়ে ঘুরে বেড়াবে।
অনুপ ভট্টাচার্য (৯৪৩৫৮৫৭৯০২) যাবেন রাঙ্গিরখাড়ি, লিংক রোড, সোনাই রোড এলাকায়৷ শিবপ্রসাদ সিনহা (৭০০২৩৭১৬৬৯)-র এলাকা চেংকুড়ি রোড, কলেজ রোড, আশ্রম রোড৷ জসমিন সুলতানা লস্কর (৬০০০৩৫১৫১৩) ঘুরবেন রামনগর, শালচাপড়া, শ্রীকোণায়৷ হাবিবউদ্দিন লস্কর (৭০০২১৭৭৪৭৬) যাবেন ইঅ্যান্ডডি কলোনি, তারাপুর, আসামি বস্তি, শিববাড়ি রোড৷ সদরঘাট, মালুগ্রাম, ইটখলা এলাকার দায়িত্বে মনসুর আহমেদ লস্কর (৯৪৩৫০৭৯১৮০)৷ আজমল হোসেন লস্কর (৯৮৫৪৭০৭৮৬৫) ঘুরবেন কাঠাল রোড, মেহেরপুর, হাইলাকান্দি রোডে৷ সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে নির্দিষ্ট এলাকার বিজনেস করেসপন্ডেন্টকে ফোন করা যেতে পারে বলে স্টেট ব্যাঙ্কের শিলচর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানানো হয়েছে৷