India & World UpdatesHappeningsBreaking News

আদিত্যনাথের ইস্তফা চাইল মহিলা কংগ্রেস, আন্দোলনের হুঁশিয়ারি

১ অক্টোবরঃ উত্তরপ্রদেশের হাতরাসের ধর্ষণের ঘটনায় নিন্দায় মুখর হল মহিলা কংগ্রেস৷ সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওরফে অজয় বিস্তের ইস্তফা দাবি করেন৷ তিনি হুঁশিয়ারির সুরে জানিয়ে দেন, আদিত্যনাথ ইস্তফা না দেওয়া পর্যন্ত প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে মহিলা কংগ্রেস আন্দোলন তীব্রতর করে তুলবে৷

সুস্মিতার কথায়, ১৪ বছরের বালিকাকে ধর্ষণের মত জঘন্য ঘটনা তো ঘটেছেই, এর ওপর আদিত্যনাথের পুলিশ একে ধামাচাপার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে গিয়েছে৷ মৃত্যুর পরও তার বাড়ির মানুষকে অন্ত্যেষ্টির অধিকার না দিয়ে পুলিশ রাতের অন্ধকারে তার মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে৷ সুস্মিতাদেবীর জিজ্ঞাসা, বিশেষ তদন্ততকারী দল তো ধর্ষণের ঘটনার তদন্ত করবে, কিন্তু যোগীশাসনের এইসব ঘটনার তদন্ত কে করবে?

তাই তাঁর দাবি, আদিত্যনাথকে এখনই ইস্তফা দিতে হবে৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির নীরবতার সমালোচনা করেন৷  মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, মোদি শুধু মিথ্যে ভাষণ দেন৷ আর উত্তরপ্রদেশের মানুষ হয়েও ইরানি নির্লজ্জ ভূমিকা পালন করে চলেছেন৷  তাঁর কথায়, “ভাবতে পারি না, এ ধরনের শাসনব্যবস্থা!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker