Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় ১২, করিমগঞ্জ ৯, হাইলাকান্দি ২Cachar 12, Karimganj 9, Hailakandi 2
১ জুন: সোমবার একসঙ্গে বরাক উপত্যকার ২৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের মধ্যে ১২ জনই কাছাড় জেলার৷ ৯ জন করিমগঞ্জের বাসিন্দা এবং হাইলাকান্দির রয়েছেন ২ জন আক্রান্ত৷
কাছাড় জেলার আক্রান্তরা হলেন ১. বড়জালেঙ্গার মকবুল হোসেন লস্কর (২২) ২. বিহাড়া বাজারের নিয়াজিৎ সিনহা (৩৮) ৩. কাটিগড়ার সফির আহমেদ (২০) ৪. নারায়ণপুর দ্বিতীয় খণ্ডের শিবশঙ্কর কুরি (২৪) ৫. কাটিগড়ার আহিয়া (২১) ৬. কাটিগড়ার দিলোয়ার খান (২২) ৭. গোবিন্দপুরের শহিদুল ইসলাম (২১) ৮. কাটিগড়ার হোসেন আহমেদ (২৩) ৯. কালাইনের আকাদুল ইসলাম (২৪) ১০. কাটিগড়ার সিদ্দিক আহমেদ (২৪) ১১. শ্রীকোণার রফিকউদ্দিন (২০) এবং ১২. আইরংমারার সুজিত দাস (৩০) ৷
করিমগঞ্জ জেলায় এ দিন সংক্রমিত হয়েছেন ১. অলক শুক্লবৈদ্য (২৩) ২. মহবুবুল আলম (২০) ৩. তুতন শুক্লবৈদ্য (২৫) ৪. আমজাদ হোসেন (২০) ৫. আলিমউদ্দিন (২২) ৬. নাসিমউদ্দিন (২৪) ৭. বিপুলচন্দ্র নাথ (২২) ৮. ভানু দাস (২৩) এবং ৯. তাহের আহমেদ (২০) ৷
হাইলাকান্দি জেলায় যে ২ জন আক্রান্ত হয়েছেন, তাঁরা হলেন মাসুম আহমেদ চৌধুরী (২৩) এবং আজিজুল হক বড়ভুইয়া (২২) ৷