Barak UpdatesBreaking News

আসাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের নাট্য কর্মশালা
3-day drama workshop held at Assam University

২৮ আগস্ট : শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের ‘পারফর্মিং আর্টস বিভাগ’ ও শিলচর রোটারেক্ট ক্লাবের যৌথ উদ্যোগে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এক জাতীয় নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন এই নাট্য কর্মশালার উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথ।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক জি পি পাণ্ডে, পারফর্মিং আর্টসের বিভাগীয় প্রধান অধ্যাপক জগন্নাথ বর্মন, পারফর্মিং আর্টসের সহকারী অধ্যাপক মুরলী ভাসা, স্বনামধন্য নাট্য প্রশিক্ষক তথা শিলচর ভাবীকালের নাট্য পরিচালক শান্তনু পাল, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন মধুমিতা সরকার, প্রখ্যাত চিকিৎসক তথা শিলচর রোটারি ক্লাবের সভাপতি ডাঃ সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, ড. বিভাস দেব, পঙ্কজ পুরকায়স্থ প্রমুখ।

তিনদিনের এই জাতীয় নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মুরলী ভাসা ও সহকারী অধ্যাপক পিন্টু সরকার। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মশালা শুরু হয়। ৩৫ জন প্রশিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, আসাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত ছাত্রছাত্রী ছাড়াও এতদঞ্চলের বিভিন্ন মহাবিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বহু ছাত্রছাত্রী এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। শুরুতে পারফর্মিং আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। এরপর চলতে থাকে নাট্য প্রশিক্ষণের কাজ। মুরলী ভাসা ও শান্তনু পাল টানা তিনদিন প্রশিক্ষণার্থীদের নাট্য শিক্ষা প্রদান করেন। এতে সহযোগিতা করেন ড. বিভাস দেব, পঙ্কজ পুরকায়স্থ ও পিন্টু সরকার।

২৫শে আগষ্ট ছিল উল্লেখিত নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ড. দীপেন্দু দাস, বিশ্ববিদ্যালয়ের ডিন মধুমিতা সরকার, নাট্য প্রশিক্ষক শান্তনু পাল ও মুরলী ভাসা। উত্তরীয় ও পুস্পস্তবক দিয়ে সম্মানিত করা হয় শান্তনু পাল, ড. দীপেন্দু দাস ও মুরলী ভাসাকে। সেইসঙ্গে উপস্থিত ছিলেন শিলচর রোটারেক্ট ক্লাবের সভাপতি স্বপ্ননীল সরকার। পরিশেষে কর্মশালায় প্রস্তুত ৪টি ছোট নাটক অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের দ্বারা সফলভাবে পরিবেশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker