India & World UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নাগরিকত্ব সংশোধনী বিলে, আগামী সপ্তাহেই পেশ সংসদেCabinet clears Citizenship (Amendment) Bill, to be placed in Parliament next week
৪ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে সংসদে। এ নিয়ে সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার সংসদ ভবনে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খুব সহজেই পাশ হয়ে যায় বিলটি। আগামী সপ্তাহে সংসদে তা পেশ করার কথা রয়েছে।
১৯৫৫ সালের সিটিজেনশিপ অ্যাক্ট সংশোধন করতেই ওই বিল আনা হচ্ছে। এই বিল অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা সেই দেশের সংখ্যালঘু অর্থাত্ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষরা এদেশে ৬ বছর থাকলেই নাগরিকত্ব পাবেন। আগে এই সময়সীমা ছিল ১২ বছর। নাগরিকপঞ্জির মতো এই বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বেশ কয়েকটি দল। তাদের দাবি ধর্মের ভিত্তিতে কাউকে দেশের নাগরিকত্ব দেওয়া যায় না।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারের সময়েই বিজেপির অ্যাজেন্ডা ছিল নাগরিকপঞ্জি তৈরি করা। অসমে সেই নাগরিকপঞ্জি তৈরির পরই ক্ষোভ শুরু হয়েছে দলের অন্দরে। কারণ নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন কয়েক লক্ষ হিন্দু। বিরোধীদের দাবি ওইসব মানুষদের নাগরিকত্ব পাইয়ে দিতেই আনা হচ্ছে এই বিল। কারণ বিজেপি প্রকাশ্যেই বলে আসছে, তালিকা থেকে বাদপড়া হিন্দুদের কোনও চিন্তা নেই। তাদের নাগরিকত্ব দিতে আনা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল।
এই সংশোধনী বিল নিয়ে আপত্তি রয়েছে উত্তরপূর্বের কয়েকটি রাজ্যের। তাদের বোঝাতে উত্তরপূর্বের রাজ্যগুলির মন্ত্রী-রাজনৈতিক নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, বিলটির সারমর্ম বোঝাতে উত্তরপূর্বের নেতাদের সঙ্গে কমপক্ষে ১০০ ঘণ্টা বৈঠক করেছেন অমিত শাহ।