Barak UpdatesBreaking News

CAB did not get importance in the protest movement of Congress at Silchar
ক্যাব গুরুত্ব পায়নি কংগ্রেসের আন্দোলনে

৭ ডিসেম্বরঃ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন গোটা রাজ্যে চর্চা চলছে, জেলায় জেলায় কংগ্রেস এর বিরুদ্ধে আন্দোলনমুখর, তখন শিলচরে মিছিল, বিক্ষোভ, ধরনা সবই হয়েছে, কিন্তু সে সব ক্যাব-কেন্দ্রিক নয়। ব্যানার, লিফলেটের কোথাও ক্যাবের উল্লেখ নেই। সেখানে বলা হয়েছে, বিজেপি সরকারের ভুল অর্থনীতি ও চরম ব্যর্থতার দরুন দেশে যে অর্থনৈতিক অবনতি, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ব্যাপকহারে কর্মচারী ছাঁটাই, বিবিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি ও ব্যক্তিগতকরণ বেকারি ও বিভিন্ন সমস্যার বিরুদ্ধে প্রতিবাদী ধর্না কর্মসূচি।

সকাল সাড়ে ১১টায় ইন্দিরা ভবন থেকে ওই ব্যানার ঝুলিয়েই মিছিল বেরোয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকে পেঁয়াজের মালা গলায় ঝোলান। যুব কংগ্রেস বিজেপি সরকারের শব-পুত্তলিকা নিয়ে হায়-হায় ধ্বনি দেয়। নরসিংটোলা, তুলাপট্টি, জানিগঞ্জ হয়ে কংগ্রেসের নেতা-কর্মীরা পুরসভা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। গান্ধীবাগের জমি বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সরব হন সবাই। সেখান থেকে তারা ফের মিছিল করে শহিদ ক্ষুদিরামের মূর্তির সামনে ধরনায় বসেন।

এক ঘণ্টার ধরনায় প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে,  জেলা মহিলা কংগ্রেসের সভাপতি সঞ্চিতা আচার্য, জালাল আহমেদ মজুমদার, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন। সুস্মিতা দেব বলেন, আমরা সর্বশেষ ভোটার তালিকার ভিত্তিতে সকলের নাগরিকত্বের দাবি জানাই। এমনকী, স্বশাসিত পরিষদ এলাকাগুলিতে বসবাসকারী এনআরসিছুটদেরও তিনি নাগরিকত্ব চান বলে জানান।

এখানেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে সুস্মিতা দেব ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরোধ। গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে রাগ-অভিমান প্রদর্শনের পর শুধু এ সিদ্ধান্ত হয় যে, ছিন্নমূলদের নিরাপত্তা ও আশ্রয় প্রদান করতে হবে। বিজেপি-র ক্যাবেরও মূল কথা, অন্যদের নয়, শুধু ছিন্নমূলদের নাগরিকত্ব প্রদান করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker