Barak UpdatesHappeningsBreaking News
মিজোরাম সীমান্ত থেকে ব্যবসায়ী অপহরণ, শূন্যে গুলি, চালকদের হাত-পা বেঁধে মারধরBusinessman kidnapped from Mizoram Border
৩ মার্চ : দক্ষিণ হাইলাকান্দির ঘুটঘুটি থেকে বন্দুকের মুখে অপহৃত হয়েছেন এক ব্যবসায়ী। রাজু মিশ্র নামের ওই ব্যবসায়ীকে সোমবার সকালে ১০-১২ জনের একটি জঙ্গি দল অপহরণ করে পার্শ্ববর্তী জঙ্গলে গা-ঢাকা দিয়েছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথমে গ্রামের মানুষ ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করলেও পরে বন্দুকের মুখে কেউ আর সাহস করেননি।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, সেনা পোশাক পরা জঙ্গি দলটি রাইফেলমারা ও ঘুটঘুটির মধ্যবর্তী স্থানে রাস্তায় চলাচল করা গাড়ি থামিয়ে ৪ রাউন্ড গুলি চালায়। এরপর গাড়িচালকদের হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে বলে অভিযোগ। এই গাড়িচালকদের কাছেই জঙ্গিরা কয়েকজন ব্যবসায়ীর নাম ঠিকানা জানতে চায়। ওই সময়ই গাড়ি চালকদের মধ্যে থাকা রাজু মিশ্র নামে এক ব্যবসায়ীকে জঙ্গিরা তুলে নিয়ে যায়।
জঙ্গিদের মারপিটে আহত গাড়ি চালকদের মধ্যে রয়েছেন তাজেল হোসেন মজুমদার, বদরুল ইসলাম, বাবুল হোসেন ও ইমরান হোসেন। পুলিশ এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এ দিকে, এ ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যান জামিরা পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ। তিনি পুলিশ নিয়ে জঙ্গলে তল্লাশি চালালেও অপহৃত ব্যবসায়ীর কোনও সন্ধান পাননি। এই জখম গাড়িচালকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ জানায়, ব্যবসায়ী রাজু মিশ্র রামনাথপুরের বাসিন্দা। তিনি রেমার ব্যবসায়ী। তিনি এদিন শ্রমিকদের টাকা মিটিয়ে দিতে রাইফেলমারার উদ্দেশে যাচ্ছিলেন। এই সময় জঙ্গিরা হঠাৎ করে রাস্তায় গাড়ি থামিয়ে চালকদের মারধর করার পর ব্যবসায়ী মিশ্রকে তুলে নিয়ে যায়। এই অপহরণের ঘটনা প্রমাণ করল, হাইলাকান্দির প্রত্যন্ত এলাকায় জঙ্গিগোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে।