Barak UpdatesBreaking News
ভোটকর্মীদের বাস ছাড়বে ডাকবাংলো থেকেBuses for counting staff will ply on 23 May at 5 AM from Dak Bungalow
![](https://way2barak.com/wp-content/uploads/2019/05/bus-astc.jpg)
২২ মেঃ আগামী বৃহস্পতিবার শিলচর লোকসভা আসনের ভোট গণনার কাজে নিয়োজিত নির্বাচনী কর্মীদের ঝাপিরবন্ধ স্থিত নেট্রিপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে l বেশ কিছু শাটল বাস সে দিন শিলচরের ডাকবাংলো থেকে রওয়ানা হবে। ভোর ৫টা থেকেই বাসগুলি সেখানে দাঁড়িয়ে থাকবে। আবার ভোট গণনার পর নেট্রিপ থেকে শাটল বাসে করেই তাদের ফিরিয়ে আনা হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত ট্রান্সপোর্ট সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।