NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে গুলিবিদ্ধ পুলিশ সুপার মুম্বাই গেলেনBullet embedded SP Cachar airlifted to Mumbai on Tuesday
গুয়াহাটি নিয়ে যাওয়া হল দুই জওয়ানকে
ওয়েটুবরাক, ২৭ জুলাইঃ সোমবার রাতেই সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। আজ সেইমত গুলিবিদ্ধ পুলিশ সুপার বৈভবচন্দ্র নিম্বলকরকে উন্নত চিকিতসার জন্য মুম্বাইয়ে পাঠানো হয়। বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স রাত পৌনে ছয়টায় তাঁকে নিয়ে আকাশে ওড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিম্বলকরের উরুতে গুলিটি আটকে থাকায় সমস্যা হয়েছে। অস্ত্রোপচার করে একে বের করে আনতে হবে। পরে দেখতে হবে, পায়ের ঊর্ধ্বাংশে কতটা ক্ষতি করেছে, সেই হিসেবেই চিকিতসা চলবে। এই জটিল অস্ত্রোপচার ও পরবর্তী চিকিতসার জন্যই তাঁকে দ্রুত মুম্বই পাঠানো হয়েছে।
এ দিন মোট দুটি এয়ার অ্যাম্বুলেন্স শিলচর থেকে আকাশে ওড়ে। অন্যটি চার্টারড এয়ার অ্যাম্বুলেন্স। তাতে গুলিবিদ্ধ দুই জওয়ান অসিত দাস ও গোপেশ্বর সিংহকে নিয়ে গুয়াহাটিতে যাওয়া হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে সাতটায় গুয়াহাটিগামী এয়ার অ্যাম্বুলেন্সটি শিলচরের রানওয়ে ছাড়ে। এই অ্যাম্বুলেন্সেরই দ্বিতীয় ট্রিপে নগেন মেচ নামে আরেক জওয়ানকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তাঁকে হাসপাতাল থেকে আনা যায়নি। তাই পরের ট্রিপের জন্য অ্যাম্বুলেন্স আর ঘুরে আসেনি।
#AAI #SilcharAirport on behalf of the entire aviation fraternity at IXS would wish SP, Cachar Shri V. C. Nimbalkar, IPS & all brave jawans of @assampolice a speedy recovery. We look forward to welcome them soon. #AAICares@himantabiswa @JM_Scindia @DGPAssamPolice @AAI_Official pic.twitter.com/z6JOc3Li91
— SILCHAR AIRPORT (@AAIIXSAirport) July 27, 2021