SportsBreaking News
অতিথিদের ব্যাটিং বোলিং দিয়ে শুরু বাকসের মিডিয়া ক্রিকেটBUKSS Media Cricket Fest 2019 starts with much fanfare
৪ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) উদ্যোগে আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট সোমবার শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে এ দিন সকালে আমন্ত্রিতদের দু’ওভারের ম্যাচ দিয়ে এই ফেস্টের সূচনা হয়েছে। শুধু খেলাই নয়, সঙ্গে ছিল কচিকাচাদের নৃত্য, অতিথিদের ভাষণ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে জার্সি বিতরণ ইত্যাদি।
সব মিলিয়ে এক পরিপূর্ণ আয়োজন ছিল শীতের সকালে। বিশেষ করে প্রতিদিনের কাজের বাইরে গিয়ে সাংবাদিকরা যেভাবে সকালটা উপভোগ করেছেন, তা সত্যিই এই আয়োজনের বাড়তি পাওনা। এ দিন সকালে অংশগ্রহণকারী দলের অধিনায়ক ও পৃষ্ঠপোষকদের হাতে জার্সি তুলে দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা হয়। তারপরেই শুরু হয়ে যায় সভা।
বাকসের সহসভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এই মিডিয়া ক্রিকেটের প্রধান পৃষ্ঠপোষক যুক্ত ফাউন্ডেশনের কর্ণধার সুবিমল ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস প্রমুখ। ছিলেন বাকসের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিতব্রত ভট্টাচার্য ও কেন্দ্রীয় সচিব দ্বিজেন্দ্রলাল দাসও।
প্রত্যেকেই বক্তব্যে বাকসের এই মিডিয়া ক্রিকেট ফেস্ট আয়োজন একটি ভিন্নধর্মী অনুষ্ঠান বলে উল্লেখ করেন। বিশেষ করে এই খেলার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে খেলোয়াড়সুলভ উদ্যম আসবে বলে উল্লেখ করেন। তাছাড়া বাকস গত কয়েক বছর থেকে বরাকের খেলাধুলোর মানকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ কর্মততপরতা চালিয়ে যাচ্ছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
বিশেষ করে তৈমুর রাজা চৌধুরী বলেছেন, বাকস একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংস্থার কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য ডিএসএ-তে একটি কক্ষ দেওয়া যায় কি না সে ব্যাপারে ভাবতে পারেন জেলা সভাপতি।
এ দিন শুরুতে খুব ছোট্ট করে বাকসের উদ্দেশ্যের কথা জানান সচিব দ্বিজেন্দ্রলাল দাস। তিনি বাকসের সভাপতি অনির্বাণজ্যোতি গুপ্তের একটি শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনান। প্রসঙ্গত, বাকস সভাপতি বর্তমানে তাঁর এক নিকট আত্মীয়ের চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন।
অতিথিদের নিয়ে ম্যাচটি ২ ওভার করে হওয়ার কথা থাকলেও দুটি ওভার শেষ হতেই ম্যাচ ডিক্লেয়ারড ঘোষণা করা হয়। দুটি ওভারে বল করেন রীতেন ভট্টাচার্য ও হিতব্রত ভট্টাচার্য। ব্যাটিংয়ে ছিলেন সুবিমল ভট্টাচার্য, বাবুল হোড় ও এএসপি জগদীশ দাস। ফিল্ডিং করেন স্বর্ণালী চৌধুরী, সুদীপ সিং সহ অন্যরা।
এই খেলার পাশাপাশি কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন বিশ্বাস। মঙ্গলবার থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এ দিন প্রথম ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ন’টায়।