India & World UpdatesBreaking News
সোমবার থেকে সংসদে শুরু বাজেট সেশনBudget session in Parliament to start from Monday
১৬ জুন : সংসদে সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট সেশন। তার আগে রবিবার সকালে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পাস করাতে সব দলের সহযোগিতা কামনা করেছেন মোদি। এবারের অধিবেশনে গঠনমূলক বিতর্ক এবং আলোচনাই সরকারের কর্মসূচির মূল বিষয় হতে চলেছে বলে সূত্রের খবর।
এই অধিবেশনে তিন তালাক বিল পাস করানোর জোরদার চেষ্টা চালাতে পারে কেন্দ্র সরকার। এই অধিবেশনেই পেশ করা হবে তিন তালাক বিল। গত লোকসভায় রাজ্যসভায় আটকে গিয়েছিল বিলটি। শুধু বিরোধীরা নয়, এনডিএ শরিক নীতীশ কুমারও এই বিলের প্রতিবাদ করেছেন।
এবার লোকসভা নির্বাচনে ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে রাজ্যসভার ২৪৫টি আসনের মধ্যে ১০২ জন সাংসদ নিয়ে সংসদের উচ্চকক্ষে দুর্বল থাকায় বহু বিল রাজ্যসভায় আটকে গিয়েছে। তবে তিন তালাক বিল এবারের বাজেট অধিবেশনে পাস করাতে বদ্ধপরিকর বিজেপি বলেই মনে করছে কূটনৈতিক মহল।