Barak UpdatesHappeningsBreaking News

রাষ্ট্রদ্রোহ : হিমন্তকেই পাল্টা বিঁধলেন সুস্মিতা

ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর : একবারও তাঁর নাম নেননি, কিন্তু তৃণমূল সাংসদ সুস্মিতা দেব রবিবার শিলচরের নাগরিক সভায় গোটা বক্তৃতা জুড়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেই বিঁধলেন৷ এমনকী, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহেরও অভিযোগ করেন৷ তিনি বলেন, বিজেপি নেতারাই রাষ্ট্রের ভাবধারার বিরুদ্ধাচরণ করছেন৷ তিনি হিমন্ত বিশ্ব শর্মার নানা মন্তব্যের উল্লেখ করেন৷ লুঙ্গি-ধুতির ভোট আমার চাই না, মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে সুস্মিতা বলেন, এই কি ভারতীয় ভাবধারা? দেশের সংবিধানে কি এ কথাই বলা হয়েছে? রাজ্যসভার সদস্যা সুস্মিতা মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যও শোনান৷ মুখ্যমন্ত্রী বলেন, ১৯৮৩-র বদলা নিচ্ছি ২০২১-এ৷ এ বক্তব্য কীসের ইঙ্গিত, জানতে চান তিনি৷ এর পরই সুস্মিতা শোনান, দেশদ্রোহের অভিযোগ এনে প্রদীপ দত্তরায়কে জেলে পোরা হয়েছিল, এক সাংবাদিককে ডেকে জেরা করা হল, আসলে যদি রাষ্ট্রদ্রোহের মামলা নিতে হয়,তবে মামলা নিতে হবে বিজেপির বড় নেতাদের বিরুদ্ধে৷

সুস্মিতার আহ্বান, “ওইসব নিয়ে বরাকবাসী পথে নামুন, আইনি লড়াই করুন, আমি পাশে আছি৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker