Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে শুরু সিপিএমের রাজ্য সম্মেলন, মোদিকে তুলোধোনা বৃন্দা-মানিকের
Brinda- Manik sharply criticise PM Modi at CPM’s state conference in Silchar

ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি : আজ মঙ্গলবার শিলচরে সিপিএমের তিনদিনের আসাম রাজ্য সম্মেলন উদ্বোধন হল৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হন৷ উদ্বোধনী পর্বে সকলের প্রবেশ অবাধ ছিল৷ তাতে ১২০০ আসনের রাজীব ভবন প্রায় ভর্তিই ছিল৷ তা দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিন পলিটব্যুরো সদস্য৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং দুই প্রাক্তন সাংসদ বৃন্দা কারাত ও নীলোৎপল বসু৷ ছিলেন অসমের একমাত্র সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার, প্রাক্তন বিধায়ক হেমেন দাসও৷

Rananuj

পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত মোদির কথাতেই তাঁকে ঘায়েলের চেষ্টা করেন৷ উত্তর প্রদেশে ভোটের প্রচারে গিয়ে মোদি কম্যুনিস্টদের ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছিলেন৷ বৃন্দা ওই প্রসঙ্গ টেনেই বলেন, “মোদি সচরাচর মিথ্যা কথাই বলেন৷ কিন্তু কম্যুনিস্টদের নিয়ে সত্য কথাটাই বলে ফেললেন৷ সিপিএম সংখ্যায় কম হলেও এরা বিপজ্জনক৷” তিনি বলেন, প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন, বাম দর্শন একেবারে আলাদা৷ তাই এদের বুঝে চলতে হবে৷ বৃন্দার কথায়, “আমাদের দর্শনই আমাদের অন্যদের চেয়ে পৃথক করেছে৷ তাই আমরা আপসহীন৷ আমাদের বুঝেই আপনাদের চলতে হবে৷”

দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া কৃষকদের ‘ঘুমন্ত সিংহ’ বলে উল্লেখ করেন মানিক সরকার৷ বলেন, বিজেপি সরকারই তাদের জাগিয়ে দিয়েছে৷ এরা কী করতে পারে, এর পরই গেরুয়া সরকার টের পেয়ে গিয়েছে৷ আন্দোলনের কাছে নতি স্বীকার করে তিন কৃষি আইন সরকারকে ফিরিয়ে নিতে হয়৷ একে শিক্ষা হিসাবে গ্রহণ করতে তিনি দলের ক্যাডারদের প্রতি আহ্বান জানান৷ মানিকবাবুও মোদিকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন৷ নির্বাচনী প্রচারে দুই কোটি চাকরির আশ্বাসের উল্লেখ করে বলেন, এখন বিজেপি-আরএসএস আর চাকরির কথা মুখে আনে না৷ বরং সুযোগ পেলেই বলতে থাকে, সরকারের পক্ষে চাকরি দিয়ে বেকারি দূর করা সম্ভব নয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker