Barak UpdatesHappeningsBreaking News

অর্থ সাহায্য করল শ্রী বরমবাবা মন্দির কমিটিও
Borom Baba Temple committee also donates for fight against corona

৭ এপ্রিল : কাছাড় জেলার ঐতিহ্যবাহী শ্রীবরমবাবা মন্দিরের তহবিল থেকে করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের গঠন করা ত্রাণ তহবিলে ১ লক্ষ ১ হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান করছেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে ৫১ হাজার টাকার চেক শিলচরের সাংসদ রাজদীপ রায়ের হাতে তুলে দেন বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং। তাছাড়া ৫০ হাজারের আরও একটি চেক মুখ্যমন্ত্রী অসম আরোগ্য নিধি তহবিলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাতে তুলে হবে বলে সভাপতি জানান। এ দিন চেক দেওয়ার সময় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক পিডি রায়, সহ সম্পাদক সুবচন গোয়াল, বরমবাবা মন্দিরের আচার্য পন্ডিত সবিতা শর্মা।

Rananuj

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে ৫১ হাজার টাকার চেক গ্রহণ করার পর সাংসদ এই কঠিন পরিস্থিতিতে সরকারকে সাহায্য করতে বরমবাবা মন্দির পরিচালনা কমিটি এগিয়ে আসায় তাঁদের এবং এ অঞ্চলের ভক্তবৃন্দকে ধন্যবাদ জানান। বরমবাবা মন্দির ফান্ডে যে অর্থ সঞ্চয় রয়েছে, সেই অর্থ এতদঞ্চলের জনগণের অনুদানের অর্থ। যদি এই অর্থ থেকে কিছু অংশ করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয় বা ওদের জন্য নির্মিত হাসপাতালের জন্য ব্যবহৃত হয়, তবে নিশ্চিতভাবে এতদঞ্চলের ভক্তরাও ঈশ্বরের করুণা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker