Barak UpdatesIndia & World UpdatesBreaking News

Border secured, no chance of infiltration by Bangladeshi’s, said DIG
সীমান্ত সুরক্ষিত, বাংলাদেশি ঢোকার আশঙ্কা নেই, বললেন ডিআইজি

১৩ ডিসেম্বর: করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢুকে পড়ার কোনও আশঙ্কা নেই৷ আন্তর্জাতিক সীমান্ত ঘুরে এসে আশ্বস্ত করেছেন  ডিআইজি ( সাউদার্ন ) দিলীপকুমার দে৷

ক্যাব আসার দরুন প্রতিবেশী রাষ্ট্র থেকে বাঙালিরা ব্যাপক হারে ঢুকে পড়বে, এই আশঙ্কা থেকেই ৫ দিন ধরে অসমের বিভিন্ন জায়গায় আন্দোলন মাথাচাড়া দিয়েছে৷ নানা জায়গায় হিংসা ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া রেল ও যানবাহন চলাচল৷ এই প্রেক্ষিতেই ডিআইজি সীমান্ত এলাকা ঘুরে দেখেন৷ কথা বলেন বিএসএফ অফিসারদের সঙ্গে৷

দিলীপবাবুর কথায়, ক্যাব এখন আইনে পরিণত৷ ভাঙচুর করে আইন বদলানো যায় না৷ এ ছাড়া, নতুন সংশোধনীর দরুন হিন্দু বাঙালিরা বাংলাদেশে এসে অসমের বাসিন্দা হয়ে যাবে, এই ভাবনাও অমূলক৷ কারণ প্রথমত, আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে৷ দ্বিতীয়ত, সীমান্তে বিএসএফ কড়া প্রহরায় রয়েছে৷ পুলিশকেও কড়া সতর্ক করে দেওয়া হয়েছে৷ ফলে ক্যাবের খবর পেয়ে ওপার থেকে বাঙালি হিন্দুদের দল বেঁধে ঢুকে পড়া কোনওমতে সম্ভব নয়, জোর গলায় উল্লেখ করলেন দিলীপবাবু৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker