Barak UpdatesSports

বরাক উপত্যকার ৩৭ ক্রীড়াব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়ে গ্রন্থ প্রকাশিত
Book containing interviews of 37 sports personalities of Barak Valley published

৩০ সেপ্টেম্বরঃ প্রকাশিত হল শম্ভু চৌধুরী ও দ্বিজেন্দ্রলাল দাস রচিত দ্বিতীয় গ্রন্থ ‘সাক্ষাতে কখা’। এই অঞ্চলের ৩৭ নং ক্রীড়াব্যক্তিত্বের সাক্ষাতকার ভিত্তিক প্রতিবেদন নিয়েই এই গ্রন্থ। সোমবার বিকেলে ইটখলা অ্যাথলেটিক ক্লাবের সভাগৃহে এর আবরণ উন্মোচন করেন বিধায়ক দিলীপকুমার পাল। সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া  সংস্থার সভাপতি বাবুল হোড়, দিলীপ নন্দী, জহর গুপ্ত, আশুতোষ রায় এবং লেখকদ্বয়।

গত বছর শম্ভু-দ্বিজেন্দ্রর যৌথ প্রয়াসে ‘পরিতোষ চন্দ ও বরাকের ব্যাডমিন্টন’ প্রকাশিত হয়েছিল। এ দিন অনুষ্ঠানের শুরুতেই লেখক দ্বিজেন্দ্রলাল দাস জানান,  ওই বই প্রকাশের পরই বরাক উপত্যকার ক্রীড়াবিদদের নিয়ে তাদের লেখাগুলিকে একত্র করে দ্বিতীয় গ্রন্থ প্রকাশের তাগিদ অনুভব করেন। সাক্ষাতকার ভিত্তিক লেখাগুলি পত্রিকায় প্রকাশের সময় সংশ্লিষ্ট ব্যক্তির অতীতের কথার পাশাপাশি সমসাময়িক বিষয়ের উপর তাঁদের চিন্তাভাবনা উল্লেখ করা হয়েছিল। তাই বই প্রকাশের আগে ওই সব লেখায় কিছু তথ্য সংযোজন করা হয়েছে।

বই উন্মোচন করে বিধায়ক দিলীপকুমার পাল আক্ষেপ ব্যক্ত করেন, রাজনীতি তাঁর বিশাল পরিচিতি এনে দিয়েছে ঠিকই, কিন্তু কিছু জিনিস কেড়েও নিয়েছে। এর মধ্যে অন্যতম হল বই পড়া। একসময় তিনি বইয়ের পোকা ছিলেন। যা পেতেন তাই পড়তেন। রাজনীতিতে অধিকতর সময় দিতে গিয়ে এখন আর পড়াশোনা হয় না। তবু বই উন্মোচনের সুযোগ পেলে আমন্ত্রণে সাড়া দেন। কারণ তখন বইটি পড়ার জন্য পৃথক তাগিদ বোধ করেন। সে দিক থেকে ‘সাক্ষাতে কথা’ তাঁকে পড়তেই হবে। তবে পড়ার আগেই লেখকের কথা শুনে তাঁর মনে হয়েছে, এই বই বরাক উপত্যকার ক্রীড়া ইতিহাসে দলিল হয়ে থাকবে।

মূল্যবান বক্তব্য রাখেন দিলীপ নন্দী এবং বাবুল হোড়।  বাবুলবাবুই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। ছোট্ট ছিমছাম অনুষ্ঠানে দর্শকাসনে শহরের ক্রীড়াপ্রেমীদের  অনেকেই উপস্থিত ছিলেন।

বইটিতে সাক্ষাতকার রয়েছে নলিনীমোহন গুপ্ত, জিতেন্দ্রচন্দ্র দাশগুপ্ত, সন্তোষমোহন দেব, বিজনগোপাল দাস, হরিবাহাদুর ছেত্রী, দলবাহাদুর রানা, পরিতোষ চন্দ, দানেশরঞ্জন সেন, সুজিত দত্তগুপ্ত, অমলেন্দু দে, নির্মলেন্দু গোস্বামী, সুবীর চৌধুরী, নলীনাক্ষ পালচৌধুরী, উদল সিং, পূর্ণেন্দু দাস, সজল দত্ত, বাদল দে, দেবাশিস রায়, জহর গুপ্ত, কৃষ্ণবাহাদুর ছেত্রি, রাজেন গোয়ালা, অভিজিত এন্দ, বিশ্বজিত দত্ত, জয়দীপ দাস, পঙ্কজ পুরকায়স্থ, ভরত হাজাম, দিলীপরঞ্জন নন্দী, আশুতোষ রায়, বাবুল হোড়, নারায়ণ দাস, মৃণালকান্তি রায়, বাহারুল ইসলাম, সুবিমল (শিথিল) ধর, অসীম চক্রবর্তী, যাদব পাল, সুবীর দে এবং শঙ্কর দাসের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker