HappeningsBreaking News

বাঙালিবধে ছক আলফার, গুয়াহাটিতে বিস্ফোরণে আহত ৪
ULFA targets Bengalis in Guwahati blast, 4 injured

Paresh Barua faction of ULFA claims responsibility

বাঙালিদের টার্গেট করে দুর্গাপূজার প্রাক্কালে বিস্ফোরণ ঘটাল আলফা। গুয়াহাটিতে এই বিস্ফোরণে চার ব্যক্তি আহত হয়েছেন। তাদের সঙ্গে সঙ্গে পাশ্ববর্তী মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটেছে বিস্ফোরণটি। প্রত্যক্ষদর্শীরা জানান, পানবাজারের শুক্লেশ্বর ঘাটের পাশে একটি পার্কিংয়ের জায়গায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আশপাশ এলাকা। তখন সেখানে পথচারীরাও ছিলেন। জখম অবস্থায় কল্পজ্যোতি তালুকদার (২৩), শংকু দাস (৪২), বিনীতা দাস (৩৩) ও তাইফুদ্দিন আহমেদকে (৩৩) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, কারও তেমন চোট লাগেনি। সবাই বিপন্মুক্ত।
এ দিকে, বিস্ফোরণের ফলে শুক্লেশ্বর ঘাটের পাশের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সিটিবাসও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।  তাইফুদ্দিন ওই বাসেই হাতিগাঁও থেকে ফ্যান্সিবাজার যাচ্ছিলেন। হাসপাতালের শয্যায় থেকেই তিনি জানান, বাসের শেষ সিটে বসা ছিলাম। আচমকা বিকট শব্দ শুনি। মুহূর্তে দেখি কাঁচের টুকরো এসে মাথায় লেগেছে।  জখম শঙ্কু দাস ও বিনীতা দাস স্বামী-স্ত্রী। মালিগাঁও গোশালা থেকে মোটর সাইকেলে ফ্যান্সিবাজার যাচ্ছিলেন পুজোর কেনাকাটার জন্য। জনৈক প্রত্যক্ষদর্শী জানান, বোমাটি একটি বালির স্তূপের নিচে রাখা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আসে বম স্কোয়াডের লোকজনও। ইতিমধ্যেই পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

বিস্ফোরণকে কেন্দ্র করে পুজোর মুখে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ দু’দিন পরই পুজো। ফলে পুজোর কেনাকাটায় অনেকেই ব্যস্ত হয়েছিলেন। মানুষ ঘর থেকে বেরোতে শঙ্কিত হয়ে পড়েছেন।

Rananuj

বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে আলফা স্বাধীন। দুর্গাপূজার ঠিক প্রাক্কালে বাঙালিরাই যে এর টার্গেট, জঙ্গি সংগঠনটির প্রধান পরেশ বরুয়া জানিয়ে দিয়েছেন। এনআরসি ইস্যুতে অসমের বাঙালিদের অবস্থানে আলফা ক্ষোভ প্রকাশ করে। পাশাপাশি বিস্ফোরণ স্থল বাছাইয়ে ভুল হওয়ায় অন্যরা চোট  পেয়েছেন বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

পুলিশের ডিরেক্টর জেনারেল কুলধর শইকিয়া অবশ্য পরেশ বরুয়ার বক্তব্যকে গুরুত্ব দিতে চাইলেন না। তাঁর কথায়, সংবাদ মাধ্যমের কাছে আলফা কী বলেছে, তা আমাদের জানা নেই। ফলে কে বোমা ফাটাল, কী উদ্দেশ্যে ফাটাল, তাতে কী ধরনের বিস্ফোরক ছিল. এখনই বলা সম্ভব নয়। পুলিশ তদন্তে নেমেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কুলধর শইকিয়া বলেন, এই বিস্ফোরণের দরুন দুর্গাপূজার নিরাপত্তার দিকটি নতুন করে ভেবে দেখা হবে। কোনওভাবেই দুষ্কৃতীরা যেন সাধারণ নাগরিকের পূজা দেখায় ব্যাঘাত ঘটাতে না পারে, পুলিশ সেদিকে অধিকতর সতর্ক থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যও বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন। তিনি এই ঘটনার জন্য ফুটপাতের ব্যবসায়ীদের দোষারোপ করেন। বলেন, ফুটপাত দখল বিভিন্ন সামগ্রী নিয়ে বসার দরুন নিরাপত্তা কর্মীদের দেখভালে সমস্যা হয়। পরেশ বরুয়ার বক্তব্য তিনি নিজে শুনেননি, উল্লেখ করেও তাকে নিরীহ মানুষের উপর হামলার জন্য ক্ষমা চাইতে বলেন। তাঁর কথায়, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেই কারও। এ ছাড়া আগে যে ধারাবাহিক বিস্ফোরক ঘটিয়েছিল আলফা, তাতে সমাজের কী পরিবর্তন তারা সাধন করতে পেরেছেন, পরেশ বরুয়ার কাছে জানতে চান সিদ্ধার্থবাবু। এই বিস্ফোরণকে বিক্ষিপ্ত ঘটনা বলেই মন্তব্য করেন। সঙ্গে শোনান, তাই বলে তাঁরা একে কম গুরুত্ব দিচ্ছেন না। তিনি ছাড়াও ডিজিপি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাজে নেমে পড়েছে বোমা বিশেষজ্ঞ দল।

October 13: Just on the eve of Durga Puja, a bomb of medium intensity blasted at Sukleshwar Ghat in Panbazar area of Guwahati. The incident took place at around 12.00 today afternoon (Saturday). Around 4 persons were injured in the blast. A bus was also partially damaged in the blast. The boundary wall of Sukleshwar Ghat too collapsed.The explosion caused chaos in the streets of Panbazar and people raised a hue and cry.

The 4 injured were Kalpajyoti Taluqdar (23), Shanku Das (42), Binita Das (33) and Taifuddin Ahmed (33). All the injured are from Guwahati. They were at once rushed to the nearby Mahendra Mohan Hospital, Guwahati.

Eye witnesses have revealed that the bomb was hidden beneath a heap of sand near the parking space at Sukreswar Ghat. Police forces also reached the spot. Investigation is on regarding the details of the blast.Bomb squad has also reached the site of the blast. Police has cordoned off the entire area of blast. NDRF and SDRF teams were also sent over there.

In the meantime the Paresh Barua faction of the ULFA (Independent) has claimed responsibility for the blast. Paresh Barua in a telephonic conversation has informed it to a Guwahati based electronic channel. He further said that the actual target of the bomb was the Bengali organizations opposing the NRC, but the bomb was planted by mistake in wrong location. He also expressed grief for those injured in the blast and wished for their speedy recovery.

This incident has led to a tense atmosphere at Guwahati. This being the season of Durga Puja, huge number of people are now crowding different shops and markets in the city. Police has been put on high alert to avert any such happenings.

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker