NE UpdatesBarak UpdatesHappeningsAnalytics
জেতার সম্ভাবনা দেখেই এ বারের টিকিট, বললেন রাজদীপ
৩১ ডিসেম্বর: অসমে বিজেপির কাছে প্রার্থী মনোনয়নে জেতার সম্ভাবনাটাই এ বার বড় কথা। প্রতিটি আসনে বেশ কয়েকজন করে টিকিটের দাবিদার। কারও দাবি, দলের দুঃসময়ে পোস্টার সেঁটেছেন, একা মোড়ে মোড়ে পতাকা লাগিয়েছেন। কেউ প্রকৃত অর্থেই দীর্ঘদিন ধরে নিজের এলাকায় দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন। কারও আবার বর্তমান নেতৃত্বের সঙ্গে নিয়মিত ওঠাবসা। অনেকে নিজের আসনে তো বটেই, টিকিট পেলে পাশাপাশি আসনগুলিতেও খরচ করতে প্রস্তুত। এই ধরনের সমস্ত বিষয়কে গৌণ বলে মনে করছে অসমের শাসক দল। তাঁদের কাছে প্রধান বিচার্য, জিততে পারবেন তো ! খোলামেলাই এ কথা জানিয়েছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, সাংসদ রাজদীপ রায়।
রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস আগেই জানিয়েছেন, একুশের ভোটে বিজেপি ৭ আসনে মুসলমান প্রার্থী দেবে। এ ক্ষেত্রেও জয়ের সম্ভাবনা ভাল করে খতিয়ে দেখা হচ্ছে৷ রাজদীপবাবুর কথায়, সংখ্যাটা বড় কথা নয়। নির্বাচন কমিটি দেখবে, কোন কোন আসনে দলের সংখ্যালঘু প্রার্থীদের জয় নিশ্চিত। সেটা শেষপর্যন্ত ৫টা আসনও হতে পারে, আবার এক-দুইটা বেড়েও যেতে পারে।
এর মধ্যে কংগ্রেস বিধায়কদের বেশ কয়েকজন দলত্যাগ করে বিজেপি-তে এসেছেন। বিধায়ক রাজদীপ গোয়ালা, বলেন্দ্র মুশাহারির সঙ্গে তরুণ গগৈ আমলের পূর্ত মন্ত্রী অজন্ত নেওগ-ও বিজেপিতে যোগদান করেছেন। সবার যে টিকিটটাই লক্ষ্য, তা স্বীকার করে নিয়েও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বলেন, কাউকে শর্ত মেনে দলে নেওয়া হচ্ছে না। বিজেপির প্রতীকে জেতার সম্ভাবনা কতটা, তা খতিয়ে দেখেই প্রার্থিত্ব নিশ্চিত করা হবে।
১২৬ আসনের বিধানসভা ভোটে বিজেপি ১০০ আসন জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ফলে তাদের কাছে জয়-ই যে পাখির চোখ!