Barak UpdatesHappeningsBreaking News
কাতিরাইলের বিশেষ ব্যক্তিত্ব রাধেশ চক্রবর্তী প্রয়াত
২৭ অক্টোবরঃ বরাক উপত্যকার বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ও যোগ প্রশিক্ষক রাধেশচন্দ্র চক্রবর্তীর জীবনাবসান ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে গ্যাসের সমস্যায় ভুগছিলেন তিনি। সন্ধ্যায় তা মাত্রাছাড়া হলে পরিবারের সদস্যরা কাটিগড়া কাতিরাইলের বাড়ি থেকে তাঁকে নিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হন। কিন্তু পথেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৭৯ বছর। রেখে গিয়েছেন স্ত্রী জয়ন্তী চক্রবর্তী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধদের। তাঁর এক পুত্র রাহুল চক্রবর্তী শিলচরে গতি পত্রিকার সাংবাদিক, যোগ প্রশিক্ষকও।
রাধেশবাবুর মৃত্যুতে কাটিগড়া সহ বৃহত্তর অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। ৮০ ছুঁতে চললেও তিনি নিয়মিত যোগ চর্চা করতেন, যোগ-স্কুল চালাতেন।
রাধেশচন্দ্র চক্রবর্তী কাতিরাইল এমই ও হাই স্কুলের (বর্তমানে একসঙ্গে এলপি, এমই, হাই নিয়ে অম্বিকাচরণ হাইস্কুল) অন্যতম প্রতিষ্ঠাতা, কাতিরাইল যোগব্যায়াম সেন্টারের প্রতিষ্ঠাতা, প্রাক্তন জাতীয় যোগ বিচারক। উত্তর-পূর্ব ভারত সহ জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত৷ যোগ প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সম্মাননায় সম্মানিত তিনি। একজন সক্রিয় সমাজ কর্মী ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন রাধেশবাবু।