Barak UpdatesHappeningsBreaking News

আসাম চুক্তির ফলে আসাম বিশ্ববিদ্যালয়! প্রতিবাদমুখর বরাক
Assam University came up as a reaction against Assam Accord, roars Barak Valley

২৬ ডিসেম্বর: ‘’এই বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক অসম চুক্তির ফল। অসম আন্দোলনে অংশ নিয়ে যাঁরা শহিদ হয়েছেন, এই সুযোগে আমি তাঁদের শ্রদ্ধা জানাই।’’ আসাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তনে অংশ নিয়ে শুক্রবার এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ তাঁর এই বক্তব্যে উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে৷ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, আসাম চুক্তি হয়েছে বাঙালির সর্বনাশের জন্য৷ ফলে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আসাম চুক্তির কোনও সম্পর্ক থাকতে পারে না৷ একে ইতিহাস মুছে ফেলার প্রক্রিয়া বলেই উল্লেখ করেন তপোধীরবাবু৷ তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর মুখে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক৷ এর চেয়ে বেশি দুর্ভাগ্যের, এমন মিথ্যা বলার জন্য তিনি আসাম বিশ্ববিদ্যালয় মঞ্চটাকেই ব্যবহার করলেন!

প্রাবন্ধিক সঞ্জীব দেবলস্কর বলেন, আসাম চুক্তির অনেক আগেই বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নেওয়া হয়েছিল৷ ১৯৮৪ সালের ২ আগস্ট ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রেমেন্দ্রমোহন গোস্বামী, বিনয় ভট্টাচার্য প্রমুখ৷ ইন্দিরা গান্ধী তাঁদের বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নির্মাণে সায় জানিয়েছিলেন৷ তাঁর মৃত্যুর দরুন একে নিয়ে আর সোজাপথে এগুনো যায়নি৷ আন্দোলন জোরালো করতে হয়৷ সঞ্জীববাবু বিস্মিত, যে আসাম চুক্তিকে এই অঞ্চলের মানুষ এখনও মানেন না, মুখ্যমন্ত্রী এখানে এসে এর কৃতিত্ব দাবি করলেন! আসাম বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসের দিনে যে বনধ ডাকা হয়েছিল, সে কথা মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন সঞ্জীববাবু!

কবি-লেখক তমোজিৎ সাহার আশঙ্কা, “আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে নস্যাৎ করে দিলেন অসমিয়া জাতীয়তাবাদী মুখ্যমন্ত্রী৷ আগামীতে কোনদিন বাংলাভাষা আন্দোলনকেও নস্যাৎ করে দেবেন৷”

এ দিকে, সমাবর্তন মঞ্চের সামনের সারিতে বসেও সাংসদ রাজদীপ রায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে আসাম আন্দোলনের কথা শুনতে পাননি৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুধু আন্দোলনের কথা বলেছেন৷ আসলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য এখানকার মানুষের আন্দোলনের কথাই বলেছেন তিনি৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker