India & World UpdatesHappeningsBreaking News
Blast rocks Srinagar early in the morning, police injuredসাতসকালেই বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা, জখম পুলিশকর্মী
৬ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সকালে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের লালবাজার থানা চত্বর। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কর্মী। গোটা এলাকা ঘিরে ফেলেছে বিশাল সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে, সাত সকালে ব্যস্ততার সময়ই জঙ্গি হামলা হয়। থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এখনও পর্যন্ত একজন পুলিশ কর্মীর জখম হওয়ার খবর মিলেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জম্মু-শ্রীনগর হাইওয়েতে নাগরোটার টোলপ্লাজার কাছে পুলিশের টহলদারি ভ্যানে জঙ্গি হামলার পর থেকেই থমথমে উপত্যকা। আগ্নেয়াস্ত্র বোঝাই ট্রাকে চেপে পালাবার মতলবে ছিল জঙ্গিরা। পুলিশের ভ্যান দেখেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশের পাল্টা গুলিতে খতম হয় চার জঙ্গি। এনকাউন্টারে ধরা পড়ে উপত্যকায় জইশের ‘মোস্ট ওয়ান্টেড’ কম্যান্ডার, আগ্নেয়াস্ত্রের ডিলার সামির আহমেদ দার। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানাচ্ছে, পুলওয়ামার সেই ‘মানববোমা’ আদিল আহমেদ দারের তুতো ভাই এই সামির আহমেদ দার। তারই সক্রিয়তায় জম্মু-কাশ্মীরে জঙ্গি নাশকতা আরও বেড়ে গেছে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং বলেছেন, কাঠুয়া, হীরানগর সীমান্ত দিয়ে শ্রীনগরে ঢুকছে জঙ্গিরা। এমনকী নাগরোটা এনকাউন্টারের পরে জম্মু-শ্রীনগর হাইওয়ের ধারে এখনও কিছু জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, নিয়ন্ত্রণরেখার কাছে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। কখনও পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টর, কখনও নওসেরা সেক্টরে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাক অনুপ্রবেশকারীরা। মাস দুয়েক আগেই গ্রেনেড হামলায় কেঁপে উঠেছিল শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয় চত্বর। ফের গ্রেনেড হামলা হল শ্রীনগরে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে উপত্যকার জইশ ঘাঁটিগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে বলেই গোয়েন্দা সূত্রে খবর। সেনা সূত্রে খবর, উপত্যকার নানা জায়গায় সেনা টহলদারি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।