NE UpdatesHappeningsBreaking News
রাজনীতি ছাড়ছেন প্রদ্যোৎ মাণিক্য
ওয়েটুবরাক, ৫ জুলাই : রাজনীতি ছাড়ছেন ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য দেববর্মণ। সেই সঙ্গে ‘পাবলিক লাইফ’ থেকেও সরে যেতে চান তিপ্রা মথার প্রধান। মঙ্গলবার জন্মদিনে সোসিয়াল মিডিয়ায় তাঁর ইচ্ছা প্রকাশ করেন প্রদ্যোৎ। বলেন, ”আমি আর রাজনীতি করতে চাইছি না। রাজনীতি থেকে সরে যাব আমি। একই সঙ্গে ‘পাবলিক লাইফ’ বা জনজীবন থেকেও সরে আসব। রাজনীতিকে বিদায় জানানোর আগে আমি মানুষকে কিছু দিতে চাই। সেটা দেওয়ার পরেই রাজনীতিকে বিদায় জানাব।”
তাঁর কথায়, ”এমপি, নেতা-মন্ত্রী হয়ে কিছু হবে না। নতুন দল করেও কিছু হবে না।” তিনি জানান, গ্রেটার টিপ্রাল্যান্ডের জন্য, সেখানকার বাসিন্দাদের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছেন তিনি। সেই মানুষের দাবি নিয়ে দিল্লিতেও সরব হয়েছেন।
কংগ্রেসের প্রদেশ সভাপতি দিয়ে ইস্তফা দিয়ে নিজে পৃথক দল গড়েন প্রদ্যোৎ৷ এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তাঁর তিপরা মথা বিরাট সাফল্য পেয়েছে৷ বিধানসভায় বৃহত্তম বিরোধী দলের স্থান লাভ করে৷ এমন সময়ে তাঁর রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশে ত্রিপুরার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে৷
রাজনীতি ছাড়ার কারণ তিনি স্পষ্ট না বললেও সোসিয়াল মিডিয়ায় লিখলেন, ”দিল্লিতেও আমরা আমাদের দাবি নিয়ে সরব হয়েছি। কিন্তু সফল হতে পারিনি। কারণ ত্রিপসার লোকজন একে অন্যকে সহ্য করে পারেন না, অন্যের সাফল্য দেখলে নিজেরা ঈর্ষান্বিত হন। কিন্ত আমরা একটা অংশের মানুষের জন্য লড়াই করছি। তাই সবাইকে বলব, অনুরোধ করব যে, আগামী ২-৩ মাস নিজের স্বার্থ দূরে সরিয়ে রেখে একসঙ্গে লড়াইয়ে সামিল হন৷”
গ্রেটার তিপরাল্যান্ড নিয়ে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন তিপরা মথার প্রতিনিধি দল৷ প্রদ্যোৎমাণিক্যই তাঁদের নেতৃত্ব দেন৷ বৈঠকে যে ইতিবাচক সাড়া মেলেনি, তাঁর আক্ষেপেই তা ফুটে উঠেছে৷ তিপ্রা মথার প্রধান জানান, তাঁরা এই সমস্যার সাংবিধানিক সমাধান চান৷ এই দাবিতে, আগামী ৮ তারিখে মাধববাড়ি এলাকায় আবার আন্দোলন শুরু করতে চলেছেন তাঁরা। তাতে সবাইকে সামিল হতে আহ্বান জানান৷
ত্রিপুরার একাংশ মানুষ আবার প্রদ্যোতের রাজনীতি ছাড়ার ইচ্ছার কথাকে গুরুত্ব দিতে চান না৷ তাঁদের কথায়, তিনি এই ধরনের কথাবার্তা প্রায়ই বলেন৷ আবেগের কথা বলে তিনি আগেও ফয়দা তুলেছেন৷ এখন নতুন আন্দোলন কর্মসূচিকে সফল করে তোলার লক্ষ্যেই তাঁর এমন ‘ইচ্ছাপ্রকাশ’ বলেই মনে করছেন তাঁরা