India & World UpdatesHappeningsBreaking News
Abhijit & Esther goes desi, receives Nobel wearing dhoti & sareeধুতি-শাড়ি পরে নোবেল নিলেন অভিজিত-এস্থার
১১ ডিসেম্বর : অবশেষে প্রতীক্ষার অবসান হল মঙ্গলবার। ভারতে ঘড়ির কাঁটা যখন দশটা ছুঁইছুঁই তখন এল সেই মুহূর্ত। ঘোষণা করা হল অভিজিত্, এস্থার নাম। বিদেশের মাটিতে বাঙালির উজ্জ্বল উপস্থিতি ইতিহাস সৃষ্টি করল। সবমিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। স্টকহমের কনসার্ট হলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার নিলেন অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো।
এ দিন নোবেল মঞ্চে একেবারে বাঙালি সাজে দেখা গেল প্রথম নোবেলজয়ী দম্পতিকে। ধুতি পাঞ্জাবি পরে নোবেল মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাঙালি নোবেলজয়ী অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাঁর স্ত্রীকেও বাঙালি সাজে শাড়ি পরে নোবেল মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল এ দিন। অর্থনীতিতে এ বারের নোবেল পেলেন বিজয়ী দম্পতি। কয়েক মাস আগেই জানা গিয়েছিল অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার লাভ করতে চলেছেন অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এ বার বিদেশের মাটিতে নোবেল পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল তাঁকে।