Barak UpdatesBreaking News
কয়লা কেলেঙ্কারি, সিবিআই তদন্ত চায় যুব কংগ্রেসCoal Scam: Youth Congress demands investigation
৮ জানুয়ারি : কাছাড়ের অবৈধ কয়লা ব্যবসার সিবিআই তদন্ত চাইল জেলা যুব কংগ্রেস। পাশাপাশি এই দুর্নীতিকে হাতে-নাতে ধরতে মেঘালয় সীমান্ত থেকে কাছাড়ের প্রবেশপথ মালিডহরে সিসি টিভি সহ এলসিডি স্ক্রিন বসানোর আর্জি রাখে সংগঠন। এ মর্মে কাছাড়ের জেলাশাসকের কাছে মঙ্গলবার একটি স্বরকপত্র পেশ করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে।
যুব কংগ্রেসের তরফে জেলা সভাপতি, জাভেদ আখতার লস্কর জানান, বর্তমানে কয়লা সিন্ডিকেট একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে কাছাড়ে। এতে যে রাজনৈতিক নেতা সহ প্রশাসনিক আধিকারিকরা জড়িয়ে আছেন তা বহুবার সামনে উঠে এসেছে। ইদানীংশিলচারের বিধায়ক দিলীপকুমার পালও এমন দুর্নীতির চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। ফলে আমজনতার নজরেও বিষয়টি পরিষ্কার। অথচ, এতসবের সরকারের কোনও হেলদোল নেই। যেন কয়লা সিন্ডিকেটের সামনে আত্মসমর্পণ করে নিয়েছে সরকার, লাগছে এমনটাই। তাই উপযুক্ত প্রমাণসহ দুর্নীতির পর্দাফাঁস করতে মালিডহরে অসমের কাছাড় সীমান্তে ঢুকার মুখে সিসি টিভি, বোরো এলসিডি স্ক্রিন বসানো সহ সিবিআই তদন্ত দাবি করেছে যুবকংগ্রেস।