NE UpdatesHappeningsBreaking News
BJP raises demand to declare Krishak Mukti Morcha as illegalকৃষক মুক্তি মোর্চাকে নিষিদ্ধ ঘোষণার দাবি করল বিজেপি
২ জানুয়ারি: কৃষক মুক্তি মোর্চাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাল বিজেপি৷ তাদের কাজকর্মে মাওবাদী সংস্কৃতি দেখতে পাচ্ছেন দলের প্রদেশ সভাপতি রঞ্জিত দাস৷ তিনি গুয়াহাটিতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় তাদেরই দায়ী করছেন৷ রঞ্জিতবাবু বলেন, মাওবাদীদের মতই এরা সব জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল৷ তাই বিজেপি সভাপতির দাবি, কৃষক মুক্তি মোর্চাকে গুয়াহাটি কাণ্ডের তদন্তের আওতায় আনতে হবে৷
রঞ্জিত দাস সাংবাদিক সম্মেলন ডেকে আজ কংগ্রেস নেতাদেরও কটাক্ষ করেন৷ বলেন, এরাই রাজ্যে বিদেশি আমদানি করেছে৷ তাই বিদেশি ইস্যুতে এদের আন্দোলনের কোনও অধিকার নেই৷ এ ছাড়া অসম আন্দোলনে ৮৫৫ জন শহিদ হওয়ার জন্যও তিনি কংগ্রেসকে দোষারোপ করেন৷ আন্দোলনে অংশ নেওয়ার আগে তাদের প্রতিটি শহিদ পরিবারে গিয়ে ক্ষমা চেয়ে আসতে বলেন৷ ছাত্র সংগঠনগুলি তরুণ গগৈ-রিপুণ বরাদের মঞ্চে টানায় রঞ্জিতবাবু তাদের উদ্দেশেও বক্রোক্তি করতে ছাড়েননি৷ বলেন,’গণশত্রু আজ গণমিত্র হল! অসম আন্দোলনে তো এদের শত্রু বলতেই শুনেছি৷’