Barak UpdatesBreaking News

আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন !
HS Exam programme rescheduled again by AHSEC

২৩ ডিসেম্বর : রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এ সত্যই এক বিভ্রান্তিকর বিষয়। মাত্র একদিন আগেই মাধ্যমিক পরীক্ষার সূচি সংশোধন করেছে শিক্ষা বিভাগ, কিন্তু এখন আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল উচ্চমাধ্যামিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার কার্যসূচিও সংশোধন করেছে। গত সপ্তাহেই কাউন্সিল পরীক্ষার কার্যসূচি ঘোষণা করে জানিয়েছিল, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।

Rananuj

কাউন্সিল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা সূচির কথা জানিয়েছিল। এরপরই ২২ ডিসেম্বর নতুন করে সূচি প্রকাশ করা হয়। শনিবার কাউন্সিল পুনরায় নতুন সূচি প্রকাশ করে। এতে কয়েকটি পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এখানে নতুন পরীক্ষা সূচি দেওয়া হয়েছে।

এ দিকে নতুন পরীক্ষা সূচি প্রকাশের ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, পড়ুয়াদের সুবিধার কথা চিন্তা করেই উচ্চমাধ্যমিকের সূচিতে একটু পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, এজন্য ছাত্রছাত্রীদের অভিভাবক এবং একাধিক স্কুল প্রধান ও বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবং তা শেষ হবে আগামী ১৪ মার্চ। যদিও ব্যবহারিক পরীক্ষাগুলো আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। কাউন্সিল জানিয়েছে, এই পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

December 22: It has really been a very confusing affair for the students of HSLC and HS in Assam. The exam schedule of HSLC was revised a day earlier and now again the exam schedule of HS has been revised. Assam Higher Secondary Education Council (AHSEC), Guwahati has already announced last week that the Higher Secondary Final Examinations 2019 will begin on 12 February. On Thursday, the AHSEC came up with the  programme of H.S. Final Year Examination 2019.However, the exam schedule was revised on 22 November.

On Saturday evening, the AHSEC has again rescheduled some of the exams and published a revised exam schedule of Higher Secondary Examination, 2019. Here is the new revised exam schedule for ready reference of the students:

The said exam will come to an end on 14 March. The HS Final exam will begin with English on 12 February. However, the practical exams will be conducted from 11 January, 2018. It was further stated the First Year Final examination will be held in March/April 2019. The final dates will be informed by the AHSEC in due course of time.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker