India & World UpdatesBreaking News
বায়োমেট্রিকে ভয়! আত্মঘাতী ৯৫ বছরের বৃদ্ধBiometric fear: 95-year old man kills self
২৬ মে : এনআরসি আতঙ্কে ফের আত্মহত্যার ঘটনা ঘটল রাজ্যে। এনআরসি আতঙ্কে মানসিকভাবে ভেঙ্গে পড়ে শেষমেশ মৃত্যুর পথ বেছে নিলেন ৯৫ বছরের বৃদ্ধ আশরব আলি। বকোর শোনতলিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
বৃদ্ধের পরিবারের সদস্য ও পরিচিত জনেরা জানিয়েছেন, গত কিছুদিন থেকেই তিনি এনআরসি আতঙ্কে ছিলেন। তার মনে ভয় ছিল যে, তিনি পরিবারের সদস্যদের ভারতীয় প্রমাণ করতে পারবেন না। এখন এনআরসিতে নতুন করে বায়োমেট্রিক এনরোলমেন্ট আশায় তার আতঙ্ক আরও বেড়ে যায়। বায়োমেট্রিক বিষয়টি বুঝার জন্য দু-তিন দিন আগে বৃদ্ধ রঙ্গিয়ার একটি এনআরসি সেবাকেন্দ্রে গেলেও তার মনের ভয় দূর হয়নি।
তার মনে বদ্ধমূল ধারণা জন্মে যে, এ বার গোটা পরিবারকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে সরকার। এই আতঙ্ক থেকেই শনিবার রাতে বাড়ির একটি কক্ষে তিনি আত্মঘাতী হন। রবিবার ওই কক্ষ থেকেই আশরব আলির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোটা রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।