NE UpdatesHappeningsBreaking News
ভারত জোড়ো যাত্রা শুরু ত্রিপুরায়, ১০ দিনে ১২০০ কিমি যাত্রা
আগরতলা, ২০ নভেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় উদ্দীপ্ত হয়ে শনিবার ত্রিপুরায়ও শুরু হল যাত্রা। শনিবার আগরতলা থেকে এই যাত্রা শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ দিনে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্র এলাকায় মোট ১২০০ কিলোমিটার পরিক্রমা করা হবে।
এ দিন আগরতলায় দলের প্রবীণ নেতাদের উপস্থিতিতে এই যাত্রার সূচনা করেন ত্রিপুরার দায়িত্ব থাকা সর্বভারতীয় কংগ্রেসের পর্যবেক্ষক ড. অজয় কুমার ও প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। ছিলেন দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, দলের নেতা গোপাল চন্দ্র রায়, আশিস কুমার সাহা প্রমুখ।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে এই যাত্রার আয়োজন করে ত্রিপুরা কংগ্রেস। এই কর্মসূচিতে কয়েকশ দলীয় কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শাসক বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কংগ্রেস নেতারা বলেন, বিরোধীদের লক্ষ্য করে একের পর এক হিংসার ঘটনা চালিয়ে যাচ্ছে শাসক দল।
এ দিন আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এআইসিসি নেতা অজয় কুমার বলেন, আঞ্চলিক দলগুলো নিজেদের এলাকার জন্য ঠিকই আছে। কিন্তু জাতীয় পর্যায়ে কংগ্রেসই একমাত্র দল, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে এবং তাদের শিক্ষা দিতে পারবে। তিনি আরও বলেন, ত্রিপুরায় বিজেপির শাসনে হত্যা ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।