NE UpdatesHappeningsBreaking News

কিছু মানুষের অসতর্ক চলাফেরায় হুমকির মুখে কোয়ারেন্টাইন ব্যবস্থা
Quarantine system at stake due to callous attitude of a few

১ জুন : আসামের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ঠিকঠাক কোয়ারেন্টাইন থাকার ওপর অনবরত গুরুত্ব আরোপ করে যাচ্ছেন। অথচ, কিছু লোকের আদত বদলাচ্ছে না। করোনা ভাইরাস নিয়ে সতর্কতার বালাই নেই এদের মধ্যে। ফলে তাদের আচরণে কোয়ারেন্টাইন ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ছে। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। সোমবার রাজ্যের দু-তিনটি জায়গায় এমন ঘটনা সামনে এসেছে।

এ দিন লখিমপুর জেলার এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে এক ব্যক্তি বেরিয়ে রাস্তায় দিব্যি ঘোরাফেরা করতে থাকেন। কথা বলেন অন্য মানুষের সঙ্গে। আর সে বিষয়টি বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে চারদিকে। এলাকার মানুষের মধ্যে একটা শঙ্কার পরিবেশ সৃষ্টি হয়ে যায় দেখতে দেখতেই। আবার ডুমডুমায়ও কোয়ারেন্টাইনের নিয়ম-নীতি লঙ্ঘন করেন সেন্টারে কোয়ারেন্টাইন থাকা বহিরাজ্যের কিছু মানুষের অসতর্ক কার্যকলাপ সামনে আসে। ইচ্ছেমতো চলাফেরা করতে দেখা যায় এসব লোককে। এতে কোয়ারেন্টাইন ব্যবস্থার সফলতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

কোয়ারেন্টাইনে থাকা লোকেদের এরকম স্বেচ্ছাচারিতা করোনা নিয়ন্ত্রণে সরকার ও স্বাস্থ্যবিভাগের রাত-দিনের পরিশ্রম-পরিকল্পনাকে যে আরও চ্যালেঞ্জের মুখে আনতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাস্থ্যমন্ত্রীও সাফ বলেছেন, কোয়ারেন্টাইন ব্যবস্থা সফল হলেই করোনা মোকাবিলা ফলপ্রসূ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker