Barak UpdatesHappeningsBreaking News

Bhuban Mela from 20 Feb, preparations going on in full swing
২০ থেকে ভুবন মেলা, চলছে প্রশাসনের প্রস্তুতি

১৭ ফেব্রুয়ারি: আসন্ন শিবরাত্রিকে কেন্দ্র করে ভুবন পাহাড়ে তীর্থযাত্রীদের সমাগম ঘটবে৷ এই ভুবন মেলা সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে রবিবার শিলচরে কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মার পৌরহিত্যে কাছাড় জেলা প্রশাসনের  বিভিন্ন আধিকারিক, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং ভুবন মেলা কমিটি ও মন্দির কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয় l

Rananuj

শিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম এবং কঠিন পথ অতিক্রম করে পাহাড়ের ওপর তীর্থযাত্রীদের নির্বিঘ্নে ওঠানামা করা, পর্যাপ্ত পানীয় জল, খাদ্য, অনাময় ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা ইত্যাদি সহ মহিলা ভক্তদের সুযোগ-সুবিধা সহ সামগ্রিক ব্যবস্থার ওপর আলোকপাত করে এই সভায় পর্যালোচনা করা হয়৷ কাছাড় জেলা প্রশাসনের এবং পুলিশ কর্তাদের পক্ষ থেকে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয় l

জেলাশাসক শর্মা বলেন, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা তীর্থ মানুষের কাছে যেভাবে আকর্ষণীয় করে তোলা হয়েছে, ভুবন তীর্থকেও অনুরূপ আকর্ষণীয় এবং পরিকাঠামোগত ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে তুলতে কাছাড় জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে l শিবরাত্রি উপলক্ষে তিনদিন অর্থাৎ ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেলায় এবং ভুবন পাহাড় যাত্রীদের সম্ভাব্য সমস্ত ব্যবস্থা সুদৃঢ় করে তুলতে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি৷ বলেন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, মতিনগর ও কৃষ্ণপুর এলাকায় পুলিশ চৌকির ব্যবস্থা ছাড়াও নিরামিষ আহারের ব্যবস্থা করতে হবেl এই সময়ে মদ, গাঁজা ইত্যাদি নেশাসামগ্রী নিয়ে কেউ যাতে পাহাড়ে এবং মেলায় যেতে না পারে এর জন্য পুলিশ এবং আবগারি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেন l ভুবন পাহাড়ের উপর থাকা জলাশয়টিকে আরো স্বচ্ছ এবং ব্যবহারযোগ্য করে তুলতেও বলে দেনl

জেলাশাসকের কথায়, প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে হবে৷ মেলায় কোনও ধরনের জুয়াখেলা, চরকি থাকা চলবে না l মেলা এবং পাহাড় এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে বন বিভাগকে শ্রীমতী শর্মা নির্দেশ দেন l এছাড়া পরিবহন বিভাগকে জনগণের সুবিধার্থে মতিনগর ও কৃষ্ণপুর এলাকায় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে বলেন l

এই সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বি সি নাথ মেলা কমিটির পক্ষ থেকে এ বছর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন এবং মহিলাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা করে দেবার উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয়েছে বলে জানান l পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সামগ্রিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন l সভায় জেলা উন্নয়ন কমিশনার জেসিকা লালসিম কাছাড় জেলা প্রশাসন বিগত বছর যে সকল ব্যবস্থা গ্রহণ করেছিল এর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন এবং আসন্ন দিনগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন l অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়, এ আর মজুমদার , ললিতা রংপিপি, সুমিত সত্তাঅন, সহকারি কমিশনার অভিলাশ বার্নওয়াল, নবনীতা হাজারিকা, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সহ অন্যান্য বিভিন্ন বিভাগীয় আধিকারিকগন এতে অংশ নেন l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker