Barak UpdatesHappeningsBreaking News

খাবারের সঙ্গে মাস্কও দিল ভাষাশহিদ স্টেশন সমিতি
Bhasha Shahid Station Samiti distribute masks along with food

১৭ এপ্রিল: শিলচরে রেলস্টেশন চত্বর ও এর আশেপাশে থাকা দুস্থদের প্রতি রাতে খাবার জুগিয়ে চলেছে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি৷ নিজেরা কাছাকাছি এলাকায় রান্না করে তা পরিবেশন করছেন৷ বৃহস্পতিবার খাবারের আগে বিতরণ করা হয়েছে মাস্ক-ও৷

Rananuj

সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর জানান, প্রতি রাতে ৪০ জনের খাবার বিতরণ করা হচ্ছে৷ শুরু থেকেই সোশ্যাল ডিসট্যান্সিংয়ে গুরুত্ব দেওয়া হচ্ছিল৷ কিন্তু মাস্ক না থাকার দরুন তাদের সংক্রামিত হওয়ার আশঙ্কা বাড়ছিল৷ তাই মাস্ক আনা হয়৷ বৃহস্পতিবার ওইসব মাস্ক দিয়ে জানিয়ে দেওয়া হয়, পরদিন থেকে মাস্ক পরে গেলেই খাবার মিলবে, নইলে নয়৷ সে দিন মাস্ক প্রদান করা হয় তারাপুরে কর্তব্যরত পুলিশকর্মীদেরও৷

সমিতির এইসব কর্মসূচিতে অনেকে নানাভাবে অংশ নিচ্ছেন বলে জানান রাজীববাবু৷ রান্নাবান্নায় সমিতির সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিবারের সদস্যরাও৷ চাল, ডাল প্রভৃতি সামগ্রী দিয়ে সাহায্য করছেন অনেকে৷ দুদিন আগে শিলচর রোটারি ক্লাবের পক্ষ থেকে ৫০ কেজি চাল সহ বিভিন্ন জিনিস দেওয়া হয়৷ বৃহস্পতিবার নিজের জন্মদিনে দুস্থদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর্য সংস্কৃতি বোধনী সমিতির কর্মকর্তা সমর্পিতা ভট্টাচার্য৷ আর প্রতিদিন পরিবেশনা সহ নানা কাজে সহযোগিতা করে চলেছে আরেক এনজিও উদয়ের পথে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker