Barak UpdatesHappeningsBreaking News
ছোট দুধপাতিলে ত্রাণ বণ্টনে ভারত সেবাশ্রম সংঘBharat Sevashram distributes relief at Choto Dudpatil
২১ এপ্রিলঃ মঙ্গলবার ছোট দুধপাতিলে ত্রাণ সামগ্রী নিয়ে যায় ভারত সেবাশ্রম সংঘ। চণ্ডীমন্দির সংলগ্ন স্থানে ১৩৫ পরিবারের মধ্যে বিতরণ করা হয় ওইসব ত্রাণসামগ্রী। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ, বড়খলার বিধায়ক কিশোর নাথ, নেতাজি সুভাষ স্মৃতি মঞ্চের কর্মকর্তা তথা হোটেল ইলোরার কর্ণধার স্বর্ণালী চৌধুরী, অর্থনৈতিক পরিসংখ্যান দফতরের ডেপুটি ডিরেক্টর মাধব রায় প্রমুখ। ত্রাণ বিতরণের আগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তৃতা করেন বিধায়ক কিশোর নাথ ও স্বর্ণালী চৌধুরী।
কিশোরবাবু বলেন, সরকার দুস্থদের নানাভাবে সহায়তা করে চলেছে। রেশনকার্ড যাদের রয়েছে, তাদের অতিরিক্ত চাল দেওয়া হয়েছে। যাদের কার্ড নেই, তাদেরও নগদ অর্থ দিয়েছে। এর পরও সকলের সমস্যা মেটানো যায়নি। বিভিন্ন সংস্থা-সংগঠন, এনজিও তাদের পাশে দাঁড়িয়েছে। করোনা থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পরামর্শ দেন স্বর্ণালী চৌধুরী। তিনি বলেন, করোনা তার চরিত্র বদলে চলেছে। এখন সুস্থ দেহেও কেউ করোনা ভাইরাস নিয়ে ঘুরতে পারেন। ফলে কে আক্রান্ত, তা বোঝা মুশকিল। এই অবস্থায় বাঁচার একটাই উপায়, জরুরি প্রয়োজন ছাড়়া ঘর থেকে না বেরোনো।