Barak UpdatesHappeningsBreaking News

প্রতারণার নয়া কৌশল, টাকা দেওয়ার নামে গায়েবের চেষ্টা!
Beware! Frauds are even tracking your OLX account to deceive you

১৩ ফেব্রুয়ারি: প্রতারণার হাত থেকে বাঁচতে মানুষ যদি গাণিতিক হারে ব্যবস্থা নেন, প্রতারকরা এগোয় জ্যামিতিক হারে৷ নিত্যনতুন কৌশল আবিষ্কার হচ্ছে মানুষের সঞ্চিত ঠকিয়ে নেওয়ার জন্য৷ বুধবার এমনই এক নতুন কৌশলে প্রতারণার শিকার হচ্ছিলেন শিলচর ঘনিয়ালার বাসিন্দা সৌরভ চক্রবর্তী৷

তিনি একটি পুরনো কম্প্যুটার সেট বিক্রির জন্য ওএলএক্সে বিজ্ঞাপন দেন৷ সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করতে চান বলে জানিয়ে দেন তিনি৷ কিছুক্ষণ পরই তাঁর নম্বরে ফোন করে একজন ৯ হাজার টাকা দিতে চায়৷ সৌরভ বিস্মিত, না দেখেই কিনে নিতে চাইছে! এ কথা শুনেই ওই প্রান্ত থেকে বলা হয়, তিনি সেনা অফিসার৷ দিল্লিতে রয়েছেন৷ একজন গিয়ে সেটটি দেখে নিয়ে যাবেন৷ তবে তিনি টাকাটা আগে দিয়ে দিতে চান৷

সৌরভবাবু বলেন, গুগল পে-তে দিয়ে দিলেই তিনি টাকা পেয়ে যাবেন৷ অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন৷ ও প্রান্ত থেকে জানতে চাওয়া হয়, তাঁর অ্যাকাউন্টে কতটাকা রয়েছে৷ সৌরভবাবু জানান, ৫০০ টাকা৷ প্রতারকের হতাশ হওয়ার জোগাড়৷ তবু হাল ছাড়েনি৷ দুই মিনিট পরই ফোন করে জানায়, এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না৷ অন্য কোনও নম্বর রয়েছে কিনা জানতে চায়৷ সৌরভবাবু তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট নম্বর দিলেন৷ মুহূর্তে একটি বারকোড পাঠিয়ে প্রতারক বলে, লিঙ্কটি খুলে দেখুন টাকা ঢুকল কিনা৷

সৌরভবাবু কম্প্যুটারেরই সার্ভিস প্রভাইডর৷ গুগল পে-র মাধ্যমে অনেকদিন ধরে লেনদেন করছেন৷ তাঁর বুঝতে বাকি থাকেনি ঠগের পাল্লায় পড়ে গিয়েছেন৷ গুগল পে-তে যে বারকোডের কোনও ব্যাপার নেই এবং বারকোডের মাধ্যমে যে সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া যায়, তা জানেন বলেই প্রতারকের নম্বরে ফোন করে বারকোড পাঠানো হল কেন, চড়া সুরে জানতে চান৷ কোনও জবাব না দিয়ে সেই যে ফোনের লাইন কাটল, আর তাকে ফোনে ধরা যায়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker