Barak UpdatesBreaking News

বিশেষ অভিযানের নামে উত্তর-পূর্ব জুড়ে বাঙালি নিগ্রহ
Bengalis persecuted throughout Northeast on pretext of special operation

অসমে এনআরসি-র খসড়া প্রকাশের পরই উত্তর-পূর্ব জুড়ে বঙ্গভাষীদের উপর নিগ্রহের ঘটনা বেড়ে চলেছে। অনুপ্রবেশ ঠেকানোর নামে কোথাও পুলিশের হাতে, কোথাও সরকারি মদতে ছাত্র সংগঠনের কাছে। ৩০ এপ্রিল খসড়া প্রকাশের পরই সীমানা ঘেষা রাজ্যগুলিতে সতর্কতা জারি হয়। এ বার বিশেষ সতর্কতার নির্দেশ দিল মিজোরাম পুলিশ। ইনার লাইন পারমিট ছাড়া অ-মিজোদের কেউ রাজ্যে রয়েছেন কিনা, তা খুঁজে বের করতে বিশেষ অভিযানে নেমেছেন তাঁরা। পুলিশ প্রধান বালাজি শ্রীবাস্তব বলেন, পারমিট ছাড়া কাউকে পাওয়া গেলেই মিজোরাম থেকে বের করে দেওয়া হবে। এ ছাড়া, অসমে এনআরসি থেকে বাদ পড়া-রা যেন মিজোরামে ঢুকতে না পারে, সে জন্য পুলিশ ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। মিজোরাম-অসম সীমান্ত অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

ডিজিপি শ্রীবাস্তব বলেন, ইনার লাইন পারমিটের নীতি-নির্দেশিকা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে। তাদের ২১ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অরুণাচলেও ছাত্র সংগঠন আপসু ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ শুরু করেছে। এই অভিযানে তারাই বঙ্গভাষীদের নথিপত্র পরীক্ষা করছে। তাতক্ষণিক নথিপত্র দেখাতে না পারলে জোর করে অসমে পাঠিয়ে দিচ্ছে। রাজ্য সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় চলছে এই ‘অপারেশন ক্লিন ড্রাইভ’। একইভাবে নাগাল্যান্ড-মণিপুরেও বঙ্গভাষীদের উপরে কড়া নজরদারি চলছে।

এই নজরদারি বা বিশেষ অভিযানের নামে অধিকাংশ ক্ষেত্রে বঙ্গভাষীদের অহেতুক হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। ইনার লাইন পারমিট দেখার বদলে ছাত্র সংগঠনগুলি পুলিশকে সঙ্গে নিয়ে এনআরসি-র নথিও দেখতে চায়। ১৯৭১ সালের আগের কাগজপত্র দেখাতে বলে। না পারলে শারীরিক নিগ্রহ করা হয় বলে ক্ষোভ প্রকাশ করেছে অসমের বিভিন্ন বাঙালি সংগঠন। তাঁদের কথায়, ‘অসম চুক্তি’র শর্ত অনুসারে শুধু অসমেই ১৯৭১ সালকে নাগরিকত্বের ভিত্তিবর্ষ করা হয়েছে। অন্যত্র তা কার্যকর হওয়ার কথা নয়।

After the publication of final draft of NRC in Assam, Bengalis throughout Northeast India are persecuted. In the name of prohibiting infiltration, somewhere police and somewhere students’ organizations with indulgence of police have been persecuting the Bengali speaking population in many of the states of Northeast.
Such kind of harassment of the Bengalis is taking place in Meghalaya, Manipur, Mizoram and Arunachal Pradesh. Mizoram police has adopted stringent security measures. Balaji Srivasthav, DGP Mizoram categorically stated that there is high probability that those whose names did not appear in the final draft of NRC published on 30 July may enter into Mizoram illegally. Keeping this aspect in mind, security has been increased up in Assam-Mizoram frontier.
In Arunachal Pradesh too, students group APSU has launched ‘Operation Clean Drive.’ The cadres of APSU are checking the documents of the Bengalis. If anyone fails to show the requisite documents, then they are at once forced back to Assam. Similar kind of strict vigilance against the Bengalis has been reported from Nagaland, Manipur and Meghalaya.

It has been alleged that in the name of checking documents related to NRC or Inner Line Permit, Bengalis are subjected to severe harassment. Various Bengali organizations in Assam have alleged that in order to get citizenship, the cut off year 1971is applicable only in Assam, which should not be applicable in other states.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker