Barak Updates

মণিপুরে বাঙালি নিগ্রহ, কথা বললেন কমলাক্ষ-আসাবুদ্দিন
Bengali oppression in Manipur: Talks held between Kamalakhya & Ashabuddin

১৯৫১ সালকে ভিত্তিবর্ষ ধরে মণিপুর সুরক্ষা আইন জারির পর থেকে প্রতিবেশী রাজ্যটিতে বাঙালিরা নানাভাবে নিগ্রহের শিকার। প্রয়োজনে-অপ্রয়োজনে তাঁদের কাছে নথিপত্র দেখতে চাওয়া হচ্ছে। যেমন পুলিশ, তেমনি বিভিন্ন ছাত্র সংস্থা। আতঙ্কে মণিপুরের বাঙালিরা। এ নিয়েই আজ কথা বললেন জিরিবামের নির্দল বিধায়ক তথা বিজেপি-শাসিত মণিপুরের সংসদীয় সচিব আসাবুদ্দিন ও উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাছাড় জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে-র লক্ষীপুরের বাড়িতে আজ বিকেলে তাঁরা এ নিয়ে আলোচনা করেন। তবে বৈঠক শেষে তাঁদের কেউ মুখ খুলতে চাননি।

The Bengalis in the neighbouring state of Manipur have become victims of oppression since the passing of the Manipur Protection Act. As per the said Act, 1951 has been regarded as the cut-off year for acquiring citizenship. Things have assumed a more critical turn with the publication of the final draft of NRC in Assam wherein the names of 40,07,707 persons were excluded from the list. It is in this backdrop that the Bengali speaking people are being harassed both by the police & various other students’ association. The Bengalis in Manipur are thus passing their days in great distress.

In this regard talks were held between Ashabuddin, independent MLA of Jiribam, who is also the parliamentarty secretary of BJP ruled Manipur and Congress MLA from North Karimganj Kamalakhya Dey Purkayastha. The discussion took place today evening in the house of Cachar District Congress President, Pradip Kumar Dey at Lakhipur. However, after the meeting none of them disclosed anything about their discussion.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker