NE UpdatesCultureTourismBreaking News

পর্যটকদের জন্য ব্যাটারিচালিত গাড়ি আগরতলায়, উদয়পুর মাতাবাড়িতে ৫১ পীঠের নিদর্শন
Battery operated vehicles introduced in Agartala for the tourists

১৯ অক্টোবর : পর্যটনে এক নতুন মাইলফলক স্পর্শ করল ত্রিপুরা। পর্যটকদের জন্য নিয়ে আসা হল ব্যাটারিচালিত কয়েকটি গাড়ি। আগরতলার ঐতিহ্যবাহী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গাড়ি চালিয়ে এর উদ্বোধন করেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহরায়। মোট ৪টি গাড়ির মধ্যে দুটি উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে চলতে পারবেন পর্যটকরা। বাকি দুটি গাড়ি চালানো হবে আখাউড়া সীমান্তে।

পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহরায় জানিয়েছেন, এই ব্যাটারি চালিত গাড়ি থেকে কোনও প্রকার পরিবেশ দূষণ হয় না। তাই দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের মুক্ত পরিবেশে দর্শনের সুযোগ করে দিতেই এই পরিবেশ বান্ধব গাড়িগুলো আনা হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার প্রতিটি পর্যটন কেন্দ্রকে পুনরুজ্জীবিত করতে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, ত্রিপুরার উদয়পুরের মাতাবাড়িতে ৫১ পীঠের এক পীঠ তো রয়েছেই, এখানে বাকি ৫০টি পীঠের নিদর্শন তৈরি করা হবে। এটি এজন্য করা হচ্ছে যে, একটি স্থানেই ৫১ পীঠ দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। তাছাড়া নারকেল কুঞ্জ পর্যটন স্থলকেও সাজিয়ে তোলা হচ্ছে। এজন্য প্রায় ৫ কোটি টাকা মঞ্জুর হয়েছে। তিনি এও বলেন, এটি ঠিকঠাক হয়ে গেলে ত্রিপুরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker