Barak UpdatesHappeningsBreaking News
কন্টেনমেন্ট জোনে নজর দিতে জেলাশাসককে বরাক বঙ্গের চিঠি
ওয়েটুবরাক, শিলচর, ২৪ মেঃ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকা ও বহুতল দালানবাড়িকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করছে। ১৪ দিনের জন্য সেখানকার বাসিন্দারা তখন ঘরবন্দি হয়ে পড়েন। ওই পক্ষকালে কারও ঘরে কোনও সমস্যা রয়েছে কিনা, সে নিয়ে কারও ভাবনা নেই। এমনকী তাদের টেস্ট করে পজিটিভিটির হার কমল কিনা তাও দেখা হয় না। এ ব্যাপারে আজ সোমবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে সাক্ষাৎ করা হয়। এক স্মারকলিপি দিয়ে তাঁরা কন্টেনমেন্ট জোনে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ ও স্বাস্থ্যসেবা প্রদানের অনুরোধ জানান।
বরাক বঙ্গের পক্ষ থেকে শিলচরের উল্লাসকর দত্ত সরণির মাতৃশ্রী লেনের আবাসিকদের দুর্ভোগের কথা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। বলা হয়, সেখানকার আবাসিকদের ঘরে সবজি নেই, শিশুখাদ্য ফুরিয়ে গিয়েছে। টাকা দিয়েও তাঁরা কিছু কিনতে পারছেন না। প্রহরারত পুলিশ কর্মীদের কিছু কিনে এনে দেওয়ার কথা বলেও লাভ হয় না। একই ধরনের অবস্থা অন্যান্য কন্টেনমেন্ট জোনেও। শহরতলি বা গ্রামাঞ্চলে এইভাবে কন্টেনমেন্ট জোন করলে আর প্রশাসন খাদ্যসামগ্রী সরবরাহ না করলে যে সঙ্কট তীব্রতর হবে, তাও জেলাশাসককে সতর্ক করে দেওয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন উত্তমকুমার সাহা, নিখিল পাল, দীপক সেনগুপ্ত, জয়দীপ ভট্টাচার্য, কমল পাল প্রমুখ। তাঁরা জানান, সব জায়গায় বিনামূল্যে জিনিসপত্র সরবরাহের প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু পক্ষকাল ঘরবন্দি থাকতে হয়, তাদের অন্তত কন্টেনমেন্ট জোনে থেকেই যাতে খাদ্যসামগ্রী ক্রয় করতে পারেন, প্রশাসনকে সে ব্যবস্থা করতে হবে। ওষুধ, শিশুদুগ্ধ ইত্যাদির ব্যাপারেও প্রশাসনকে ভাবতে তাঁরা অনুরোধ জানান।