Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের দুই নির্বাচনী হিংসার ঘটনায় পৃথক ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ
ওয়েটুবরাক, ৩এপ্রিলঃ ভোটগ্রহণের দিনে কাছাড়ে সংঘটিত দুটি অপ্রীতিকর ঘটনারই ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ গত বৃহস্পতিবার সোনাই বিধানসভা চক্রের মধ্য ধনেহরি এল পি স্কুলে সংগঠিত ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা উন্নয়ন আয়ুক্ত ভূপেশ চন্দ্র দাসকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্তের কাজে তাঁকে সহায়তা করবেন উধারবন্দ রাজস্ব চক্রের জয়ন্ত চক্রবর্তী। দাসকে তিনদিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওইদিনের ঘটনায় গুলিচালনায় তিনজনের আহত হওয়া সহ সমগ্র পরিস্থিতির অনুসন্ধানের লক্ষ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট গতকাল শিলচরে এই তদন্তের নির্দেশ দেন।
ভোট গ্রহণের রাতে অব্যবহৃত ইভিএম বহন করে নিয়ে যাওয়া গাড়িতে আক্রমণ এবং ইভিএম বিনষ্ট করার ঘটনারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট শুক্রবার এক পৃথক নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুথ লিয়েনথাং কে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁকে সহায়তা করবেন সোনাইর চক্র আধিকারিক সুদীপ নাথ। তাঁদেরও তিনদিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।