India & World UpdatesHappeningsBreaking News

যোধপুরে করোনায় মৃত ১১৩৬ বেওয়ারিশের অস্থি বিসর্জন করবে হিন্দু সেবা মণ্ডল

ওয়েটুবরাক, ২৩ এপ্রিল : গত তিন বছরে রাজস্থানের যোধপুর শহরে করোনায় মৃতদের মধ্যে ১১৩৬ জনের কোনও নিকটাত্মীয়র সন্ধান মেলেনি৷ ওই বেওয়ারিশদের অন্ত্যেষ্টি করে বিধিমত অস্থি সংগ্রহ করে রাখছিল হিন্দু সেবা মণ্ডল নামে এক সমাজসেবী সংগঠন৷ তিন বছর ধরে সুরক্ষিত অস্থিগুলি আগামী মঙ্গবার ধর্মীয় বিধান মেনে গণ-বিসর্জন দেওয়া হবে৷ আজ শনিবার সন্ধ্যায় এই উপলক্ষে চলছে ভজনকীর্তন৷

হিন্দু সেবা মণ্ডলের সচিব বিষ্ণুচন্দ্র প্রজাপত বলেন, তাঁরাই ওই বেওয়ারিশ করোনায় মৃতদের অন্ত্যেষ্টি সম্পন্ন করেন৷ শ্মশান থেকে ‘স্বর্গাশ্রমে’র অস্থি ব্যাঙ্কে প্রত্যেকের অস্থি এনে রাখা হয়েছিল৷ তাঁদের আত্মার শান্তি ও মোক্ষলাভের প্রার্থনায় রবিবার সকালে সংগঠনের ২১ জনের এক প্রতিনিধিদল সমস্ত অস্থি নিয়ে হরিদ্বারের উদ্দেশে রওয়ানা হবে৷ পরদিন হরিদ্বারে পৌঁছাবেন তাঁরা৷  মঙ্গলবার একাদশী তিথিতে পূজার্চনার পর ওই অস্থিগুলি গঙ্গায় বিসর্জন দেওয়া হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker